ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফেরদৌসী রহমান ও সৈয়দ আবদুল হাদীকে সুরসপ্তকের শ্রদ্ধাঞ্জলি সম্মাননা

ফেরদৌসী রহমান ও সৈয়দ আবদুল হাদীকে সুরসপ্তকের শ্রদ্ধাঞ্জলি সম্মাননা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২২:৩৫

আগামী ১৪ মার্চ ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে সঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান 'সুরসপ্তক'। দিনটি স্মরণীয় করে রাখতে নানান আয়োজন করছেন সুরসপ্তকের প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। এদিন বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূতি উদযাপন ছাড়াও গুণী ও তরুণ শিল্পীদের সন্মাননা প্রদান করতে যাচ্ছে সুরসপ্তক।

বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রথিতযথা দুই কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আবদুল হাদীকে দেওয়া হবে শ্রদ্ধাঞ্জলি সম্মাননা। এর পাশাপাশি প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী সুধীন দাস, সোহরাব হোসেন, খালিদ হোসেন, ফিরোজা বেগম, নীলুফার ইয়াসমিন ও ফেরদৌস আরার চাচা সুরসপ্তকের উপদেষ্টা এবিএম আবদুর শাকুরের সম্মাননা তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

এ ছাড়া সম্মাননা দেওয়া হবে বরেণ্য কণ্ঠশিল্পী শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল ও নাশিদ কামালকে। তরুণ দুই শিল্পী দিলশাদ নাহার কনা, ইউসুফ আহমেদ খান এবং সুরসপ্তকের শিক্ষদেরও সম্মাননা প্রদান করা হবে বলে ফেরদৌস আরা জানান।
তিনি বলেন, 'সুরসপ্তকের ২০ বছর পূর্তি শুধু নিজের নয়; সংগীতপ্রেমী অগণিত মানুষের ভালো লাগার বিষয়। বাবা বেঁচে থাকলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার এই দিনে সবার চেয়ে খুশি হতেন। কারণ সুরসপ্তকের পথচলার প্রতিটি পদক্ষেপ ও সংগ্রামে তিনি ছিলেন অনুপ্রেরণাদায়ী।

তার পাশাপাশি সংগীতাঙ্গনের অনেকের কাছে আমরা কৃতজ্ঞ বিভিন্ন সময় সহযোগিতা পাওয়ায়। তাই গুণী শিল্পীদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে সুরসপ্তকের ২০ বছরপূর্তিকে স্মরণীয় করে রাখতে চাই।'

আরও পড়ুন

×