ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

৪০ হলে মুক্তি পাচ্ছে ‘ডনগিরি’

৪০ হলে মুক্তি পাচ্ছে ‘ডনগিরি’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৪:০৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ০৪:১৫

শুক্রবার দেশের ৪০টি হলে ‘ডনগিরি’  মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শাহ আলম মন্ডল। ‘ডনগির’র মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এমন আনিসুর রহমান মিলন। নায়িকা হিসেবে আছেন এমিয়া এমি। 

শুটিং শুরুর প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে ছবিটি। ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ও প্রেম ঘটিত ঘটনা নিয়ে ছবিটির গল্প। যাতে অন্ধকার জগতের নানা বিষয় তুলে ধরা হয়েছে।

সিনেমাটি চিএনাট্য ও কাহিনী লিখেছেন প্রয়াত যোশেফ শতাব্দী। সিনেমার গানগুলোতে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনক চাপা, পড়শি, লেমিস ও ইমরান। গানগুলো লিখেছেন দেশের জনপ্রিয় গীতিকাররা। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ডি এইচ চুন্নু।

ছবিটি নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ডনগিরিতে বিগবিগ আর্টিষ্ট কাজ করেছেন। ফুল কমার্শিয়াল অ্যাকশন ধাচের ছবি এটি। তবে অনেকদিন আগে ছবিটির শুটিং করেছিলাম। আরও আগে মুক্তি পেলে ভালো হতো। তবে এখন ডনগিরি মুক্তি পাচ্ছে আশা করি দর্শকরা ছবিটি হলে গিয়ে দেখবেন। বাংলা ছবির সঙ্গেই থাকবেন।’

বাপ্পির সঙ্গে সুর মিলিয়ে আনিসুর রহমান মিলনও জানালেন একই কথা। সেই সঙ্গে দর্শকদের হলে গিয়ে ডনগিরি দেখারও আহ্বান জানালেন।

বাপ্পি,মিলন ও এমিয়া এমি ছাড়াও ছবিটিতে আরও  অভিনয় করেছেন হাসান ইমাম, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, লায়লা হাসান, আলীরাজ, মিজু আহমেদ, মিশা সওদাগর, অমিত হাসান, অরুণা বিশ্বাস, শিবা সানু, ডিজে সোহেল, এস আই ফারুক প্রমুখ।

যে ৪০টি হলে মুক্তি পাচ্ছে ‘ডনগিরি’

ঢাকার মধুমিতা,এশিয়া,চিত্রামহল,বিজিবি,আনন্দ,গীত, মুক্তি, পুরবী, পদ্মা, জোনাকি, রানিমহল, সৈনিক ক্লাব, চাঁদমহল-কাচপুর, নিউ গুলশান-জিঞ্জিরা, চম্পাকলি-টঙ্গী, বর্ষা- জয়দেবপুর,পুনম-রায়েরবাগ, নবীন-মানিকগঞ্জ, শ্রীপুরের চন্দ্রিমা, শান্তি নগরের পূর্বাশা, নারায়নগঞ্জের নিউ মেট্টো ও কালীগঞ্জের ছন্দা।

ঢাকার বাইরে বরিশালের অভিসার, চট্টগ্রামের আলমাস ও সিনেপ্লেক্স সিনেমা, পাছদোয়ানার জংকার, দিনাজপুরের মর্ডান, মুক্তারপুরেরা পান্না সিনেমা, চালার নিউ রজনীগন্ধা, নেত্রকোনার হিরামন, সিলেটের নন্দীতা, বিজিবি, জশোহরের মনিহার, পাবনার রুপকথা, রংপুরের শাপলা সিনেমা, কিশোরগঞ্জের মানসী, বীরগঞ্জের উল্লাসী, পিরোজপুরের অনামিকা, নীলফামারীর মমতাজমহল এবং ইশ্বরদীর রাজু সিনেমা। 

আরও পড়ুন

×