ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

লাইট ক্যামেরা অ্যাকশনের বাইরে একটা দিন

লাইট ক্যামেরা অ্যাকশনের বাইরে একটা দিন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:১৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:২৬

ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’। শনিবার এ সংগঠন তাদের ‘অ্যাক্টরস ফ্যামিলি ডে’পালন করা হল। তারকাদের জন্য দিনটি ছিল অন্য রকম। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত গল্প, আড্ডায় মেতেছিলেন টিভি অভিনেতারা।

তারকাদের এই পিকনিক ও আড্ডার আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছিল পূর্বাচলের ইন্টারন্যাশনাল চেইন রিসোর্ট। যেখানে হাজির হয়েছিলেন  মোশাররফ করিম, ফারুক আহমেদ, রোবেনা রেজা, শামীম জামান, তানভীন সুইটি, মৌ, দীপা খন্দকার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সুষমা সরকারসহ অনেক তারকা।


হাজির হয়েছিলেন মামুনুর রশিদ, দিলারা জামান, তারিক আনাম খান, নিমা রহমান, সুবর্ণা মুস্তাফার মত তারকারাও। 

তিনভাগে ভাগ করা হয় এবারের তারকাদের এই ফ্যামিলি ডে। প্রথমপর্বে অ্যাক্টর ইকুইটি ডের এই পিকনিক ও আনন্দ আয়োজন উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দ্বিতীয় পর্বে ছিল শিল্পীদের সাধারণ সভা। এক বছর ধরে অভিনয় শিল্পী সংঘের কাজের ফিরিস্তি অভিনয়শিল্পীদের সামনে উপস্থাপন করা হয়। শিল্পীদের পরামর্শ নেওয়া হয়।

 তৃতীয় পর্বে অভিনয় শিল্পী সংঘের সদস্যদের মধ্যে একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পীদের সম্মানিত করা হয়। সাংস্কৃতিক পর্ব দিয়ে শেষ হয় অনুষ্ঠান। গান পরিবেশন করেন ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।

আরও পড়ুন

×