ঈদে মুক্তি দৌড়ে ববি-রোশানদের এই ছবিটিও

রোশান ও ববি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৩ | ০৭:৩৩ | আপডেট: ০৭ মার্চ ২০২৩ | ০৭:৩৪
আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে ববি-রোশান জুটির দ্বিতীয় ছবি ‘পাপ’। এরই মধ্যে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ছবিটি নির্মাণ করেছেন সৈকত নাসির। ঈদে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজও জানিয়েছেন ঈদের মুক্তির কথা।
প্রযোজক জানান, গল্প বিন্যাস থেকে শুরু করে নির্মাণ, শিল্পীদের অভিনয়– সবকিছু মিলিয়ে ‘পাপ’ হয়ে উঠেছে সময়োপযোগী একটি ছবি।
রোশানের সঙ্গে আবার জুটি বেঁধে অভিনয় নিয়ে তিনি বলেন, ‘‘রোশান অল্প সময়ের মধ্যেই অভিনয় দিয়ে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। এর আগে আমরা জুটি বেঁধে ‘বেপরোয়া’ সিনেমায় অভিনয় করেছি। তখন থেকেই আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া, যার সুবাদে কাজটি পরিকল্পনামাফিক শেষ করতে পেরেছি।’’
রোশান বলেন, ‘‘গল্প-চরিত্র-নির্মাণ সবকিছু মিলিয়ে ‘পাপ’ দর্শক মনে ছাপ ফেলার মতো ছবি। পরিচালক সৈকত নাসির অনেক যত্ন নিয়ে এটি নির্মাণ করেছেন। অন্য কলাকুশলীরাও নিজেদের জায়গা থেকে সেরা কাজটি তুলে ধরেছেন। তাই ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’’ ববি-রোশান জুটির পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানা প্রমুখ।
- বিষয় :
- পাপ
- ঈদে মুক্তি
- ববি
- নায়িকা
- রোশান