'মুজিব' ছবির পরিচালক শ্যাম বেনেগালের অসুস্থতার খবর সঠিক নয়!

শ্যাম বেনেগাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ১০:৫০ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ১১:৪৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ এর পরিচালক শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে- হিন্দুস্তান টাইমস দিয়েছিল এমন খবর।
গণমাধ্যমটির বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে আসে খবরটি। কিন্তু একদিন পর আজ রোববার শ্যাম বেনেগালের মেয়ে, কস্টিউম ডিজাইনার পিয়া বেনেগাল জানান, তার বাবার অসুস্থতার খবর সঠিক নয়। তিনি সুস্থ আছেন। এমনকি কাজেও ফিরবেন কয়েক দিনের মধ্যে। এ খবরটিও প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
বাবার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে পিয়া বলেন, ‘তার এমন কিছুই হয়নি, যেটা আমি বলতে পারি। কিছু সময়ের মধ্যেই তিনি অফিসে যাবেন। হ্যাঁ, এই বয়সে যতটা সুস্থ থাকা যায়, তিনি ততোটাই সুস্থ আছেন। তার আসলে একটু বিরতি দরকার। ৮৮ বছর বয়স, এটা তো অবসরে যাওয়ার সময়, তাই না?’
পিয়া আরও জানান, শিগগিরই আরও কিছু আপডেট সামনে আসবে। তবে সেটা কী সম্পর্কে, তা পরিষ্কার করেননি তিনি।