স্পর্শিয়ার অতিথি আবুল হায়াত, ডলি জহুর, সজল ও নাবিলারা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ০৬:৫৮ | আপডেট: ২৪ জুন ২০২৩ | ০৬:৫৮
বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] ঈদের অনুষ্ঠানমালায় থাকছে তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অর্চিতা স্পর্শিয়া। আড্ডায় অংশ নিয়ে শুটিংয়ের মজার স্মৃতি ও ঈদে কোরবানির মাংস বিলি করা প্রসঙ্গে স্মৃতিচারণ করেছেন অভিনেতা আবুল হায়াত, ডলি জহুর, সজল ও নাবিলা।
প্রযোজনায় আফরোজা সুলতানা। প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে। স্পর্শিয়া বলেন, ‘ঈদ আড্ডা’র আইডিয়াটা দারুণ। আলাপে আলাপে তারকা শিল্পীরা ঈদ নিয়ে নানা স্মৃতিচারণ করেছেন। এতে তাঁদের অজানা কিছু বিষয়ও উঠে আসবে। আশা করছি অনুষ্ঠানটি দর্শকের মন ভরাবে।
অভিনয়ের পাশাপাশি টুকটাক সহকারী পরিচালনার কাজও করেছেন স্পর্শিয়া। এবার সরকারি অনুদানের ছবি ‘দাওয়াল’-এর ক্রিয়েটিভ টিমে কাজ করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন পিকলু চৌধুরী।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’। এতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। গত ঈদে প্রকাশ হয়েছে এ অভিনেত্রীর ওয়েব সিনেমা ‘এখানে নোঙর’ এবং ওয়েব সিরিজ ‘ওপেন কিচেন’। দুটি কাজেই বেশ সাড়া পাচ্ছেন তিনি।
- বিষয় :
- অর্চিতা স্পর্শিয়া
- ঈদ আড্ডা
- উপস্থাপনা