আলিয়া জায়গা ছাড়তে নারাজ, এবার আসছেন গোয়েন্দা হয়ে

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১৫:০৫ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ০৮:৫২
এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী আলিয়া ভাট। করণ জোহর তো বটেই, সঞ্জয় লীলা ভানসালি, ইমতিয়াজ আলী, অয়ন মুখোপাধ্যায়, জয়া আখতারের মতো নির্মাতাদেরও পছন্দের তালিকায় উপরের দিকে নাম তার।
বলিউডে এক দশক পার করে সম্প্রতি হলিউডে পা রেখেছেন আলিয়া। আগামী অগস্টে মুক্তি পাবে তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। হলিউডে আত্মপ্রকাশ করলেও বলিউডে নিজের জায়গা ছাড়তে নারাজ আলিয়া। নিজের দেশের কাজ চালিয়ে যাচ্ছেন সমানতালে।
আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’। এই ছবি মুক্তি পাওয়ার আগেই এল পরের ছবির খবর। এবার গোয়েন্দাভিত্তিক ও রহস্য-রোমাঞ্চধর্মী ছবিতে দেখা যাবে তাকে। পরবর্তী ছবিতে নামজাদা পরিচালক বাসন বালার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন করণ জোহর ও তার সংস্থা ধর্ম প্রোডাকশন্স।
মূলত, করণের হাত ধরেই বলিউডে অভিষেক আলিয়ার। পরে তারা একসঙ্গে একাধিক কাজ করেছেন। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতেও মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়াই। ওই ছবিতে রণবীর সিংহের বিপরীতে দেখা যেতে চলেছে তাকে। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।
এতে আরও অভনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী।
- বিষয় :
- আলিয়া ভাট
- করণ জোহর
- হার্ট অফ স্টোন