ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সিনেমার জন্য প্রসেনজিৎ-শ্রাবন্তীকে ভাষা শেখাবেন মিথিলা

সিনেমার জন্য প্রসেনজিৎ-শ্রাবন্তীকে ভাষা শেখাবেন মিথিলা

মিথিলা, প্রসেনজিৎ ও শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৩:৪৮ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ১৪:৪০

সিনেমা নির্মাণের ক্ষেত্রে পরিচালক, অভিনয়শিল্পী, লোকেশনসহ অন্যান্য বিষয় যেমন শুরুত্বপূর্ণ তেমনি সিনেমায় ভাষার গুরুত্বটাও অনেক। বিশেষ করে আঞ্চলিক ভাষার সিনেমায় তো কথাই নেই। তাই ‘দেবী চৌধুরানী’ সিনেমার ভাষার দিকে বেশ নজর দিয়েছেন টালিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র।

‘দেবী চৌধুরানী’ সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ আর দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী। সবচেয়ে বড় বিষয় হল সিনেমাটির সংলাপ প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়ছেন দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। 

খবরটি গণমাধ্যমকে নিশ্চিৎ করেছেন মিথিলা নিজেই। তিনি জানান, ‘দেবী চৌধুরানী’ অনেক বড় প্রজেক্ট। টালিউডের না বলে এটা ইন্টারন্যাশনাল প্রজেক্টও বলা যায়। কারণ, বাংলা ছাড়াও ছবিটি আরও ছয়টি ভাষায় নির্মিত হবে।

মিথিলা বলেন, ‘এই ছবিটার মূল পটভূমি হল ব্রিটিশ বিরোধী আন্দোলন। যেটা শুরু হয় বাংলাদেশের রংপুর থেকে। এরপর সেটা গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। সেই সুবাদে সিনেমার বেশ কিছু চরিত্র বাংলাদেশের আঞ্চলিক টোনে কথা বলবে। সেই চরিত্রগুলোর জন্য সংলাপ লেখা এবং শিল্পীদের উচ্চারণ অনুশীলন করানোই আমার মূল কাজ। এখন চিত্রনাট্য লেখা চলছে, আমি ইনপুট দিচ্ছি ভয়েস ক্লিপ দিয়ে। অক্টোবর নাগাদ সরাসরি ওয়ার্কশপ করবো।’

নির্মাতার ভাষ্য, প্রায় তিনশ’ বছর আগের পটভূমিতে তৈরি একটা ছবিতে সেই সময়ের শরীরী ভাষা বা কথ্যভাষা একেবারেই আলাদা হওয়ার কথা। সেই সময়ের হাঁটাচলা বা কথাবার্তা বলার ধরণ এখনকার মতো হবে না। সেজন্যই বিষয়টি নিয়ে বেশ সিরিয়াস। সিনেমায় একেবারে প্রাচীন ভাষা তুলে আনলে সেটা সিনেম্যাটিক হবে না। সেজন্য পূর্ববঙ্গীয় ভাষা সংক্রান্ত ওয়ার্কশপ করাচ্ছেন মিথিলা (রাফিয়াত রশিদ) এবং অন্যান্য তালিম দিচ্ছেন সোহাগ সেন।’

নির্মাতা শুভ্রজিৎ জানান, ‘বৃষ্টি শেষ হলেই আমরা শুট শুরু করবো। কারণ সেট বানিয়ে লম্বা সময় নিয়ে আমাদের শুটিং চলবে। আড়াই মাস ধরে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ২০২৪-এর শরৎকালে ছবিটা মুক্তি পাবে বলে আমাদের ধারণা।’

আরও পড়ুন

×