ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

প্রথমবার একসঙ্গে বাবা-মেয়ে, সারা হলেন পুলিশ আর সাইফ আসামি!

প্রথমবার একসঙ্গে বাবা-মেয়ে, সারা হলেন পুলিশ আর সাইফ আসামি!

সাইফ আলি খান ও সারা আলি খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ০৯:১৮ | আপডেট: ০১ আগস্ট ২০২৩ | ০৯:১৮

প্রথমবারের মতো একসঙ্গে হাজির হলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার কন্যা সারা আলি খান। সারাকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর তার বাবা সাইফ আসামির ভূমিকায়। সম্প্রতি একটি বীমা অ্যাপের বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করেছেন বাবা-মেয়ে।

প্রথমবারের মতো বাবা-মেয়েকে পর্দায় দেখে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। অনেকের দাবি, এবার একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দুজনকে।

বাবা-মেয়ের বিজ্ঞাপনটি প্রকাশ হওয়া মাত্র বেশ সাড়া ফেলেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়েছে।


সারা লিখেছেন, ‘আমি তো বাবাকে গাড়ির বীমা নেওয়ার নতুন কায়দা শিখিয়ে দিলাম। কারণ, বাবাকে নতুন কিছু শেখানোর ক্ষেত্রে কেউ কখনো ছোট হয় না।’

সাইফ আলি খানের প্রথমে স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা। সেই সংসারে ছেলে ইব্রাহিমও আছেন। সারা ইতিমধ্যে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন।

আরও পড়ুন

×