ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘আপত্তিকর’ পোস্ট নিয়ে বিতর্ক, যা বললেন নোবেল

‘আপত্তিকর’ পোস্ট নিয়ে বিতর্ক, যা বললেন নোবেল

মাইনুল আহসান নোবেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ০৯:৪৪ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ | ১১:৩৫

বিতর্ক ও মাইনুল আহসান নোবেল যেন একই সুতোয় বাঁধা। ব্যক্তিগত-পেশাগত জীবনে বিতর্কে জড়িয়ে তরুণ এই সংগীতশিল্পী ক্যারিয়ার এখন অনেকটাই খাদের কিনারায়। এবার নিজের ফেসবুক পেজে আপত্তিকর ছবি-ভিডিও শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়লেন নোবেল। তবে নোবেল বললেন, তার পেজটি হ্যাক হয়েছে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি নগ্ন ছবি পোস্ট করেন নোবেল। এর আগে বৃহস্পতিবার বিকালে অন্য পেজের রিল ভিডিও নিজের পেজে শেয়ার করেন তিনি।

হঠাৎ এই গায়কের পেজে এমন সব নগ্ন ছবি-ভিডিও দেখে তাচ্ছিল্যের হাসি হেসেছেন অনেকেই। আবার কেউ কেউ বলছেন, নোবেলের পেজটি সম্ভবত হ্যাকড হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু জানাননি নোবেল।

শুক্রবার দুপুরে পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমার ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি, শিগগিরই আমরা এটার দখল পেয়ে যাব।

এর আগে প্রতারণার মামলায় জেলে যান নোবেল। ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলামের করা মামলায় চলতি বছরের ২০ মে একদিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। আগামী ২৮ আগস্ট এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন

×