মানহীন কাজ করার চেয়ে বাসায় বসে থাকা ভাল: সাচ্চু

বুলবুল ফাহিম
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ১২:৫৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ১৪:৩৩
মঞ্চ থেকে শুরু করে নাটক-সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা শহীদুল আলম সাচ্চু। পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি নিজের কাজসহ নানা বিষয় নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন তিনি
মাসুদ রানা সিরিজ নিয়ে সিনেমা ’এমআর ৯’ আসছে। এই সিনেমায় কি চরিত্রে দেখা যাবে আপনাকে?
এখানে আমি ‘বিসিআই’র প্রধান হিসেবে থাকছি। পৃথিবীতে বড় ক্ষতি হতে যাচ্ছিল। সেই ক্ষতিটা ঠেকানোর জন্য বিসিআইয়ে সাহায্য চায় সিআই। এরপর ‘এমআর নাইন’কে বিভিন্ন বাঁধা-বিপত্তি পেরিয়ে যেতে আমি হেল্প করি।
সিনেমাটিতে কী মাসুদ রানা সিরিজের গল্প যথাযথ ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে?
আমার কাছে মনে হয় কল্পনাটা কেউ ছাড়িয়ে যেতে পারে না। সাহিত্যের জায়গাগুলো অনেক বড় হয়। সেই জায়গা থেকে সাহিত্য নির্ভর সিনেমাগুলোতে আমরা আশাহত হই। আমার মনে হয় ‘এমআর নাইন’ আশাহত করবে না।
সিনেমাটিতে ঢালিউড-বলিউডের শিল্পীদের নেওয়ার প্রয়োজন মনে হল কেনো?
ক্রিকেটসহ আরও অনেক কিছু দিয়ে বিদেশিরা কিন্তু বাংলাদেশকে চেনে। এখন আর সেই দিন নেই। বাইরের দেশের এখন আমাদের অন্যভাবে দেখে। এই সিনেমায় কাজ করতে গিয়ে সেটা বুঝেছি। ওনারা আমাদের কাছ যতটুকু আশা করছে তেমনটাই পেয়েছে। বিদেশে বাংলা সিনেমার দর্শক ধরতেই বিদেশি শিল্পীদের নেওয়া।
নাটকে আপনাকে এখন পাওয়া যায় না বললেই চলে। কেন?
ভাল স্ক্রিপ্ট হলে কাজ করি না হলে করি না। সত্যি কথা বলেতে, স্ক্রিপ্ট ভাল হলে কাজ করতে মজা লাগে। নিম্ন মানের কাজ করার চেয়ে বাসায় বসে থাকা ভাল। হাতে ভাল কিছু কাজ আছে সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি।
বর্তমান নাটকের মান নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। আপনার মন্তব্য কী?
সব যে খারাপ নাটক হচ্ছে তা কিন্তু না। ভাল নাটকও হচ্ছে। তবে সিনিয়র শিল্পীদের ব্যবহার করা কম হচ্ছে। আমরা যদি পাশের দেশে তাকাই তাহলে দেখব সেখানে সিনিয়র অভিনেতাদের ব্যবহার করে। আমাদের দেশে সেটা করা হচ্ছে না। অনেক সময় ৩ জন দিয়েই নাটক শেষ করে দিচ্ছি। পরিবারে বাবা-মা বলে যে কিছু আছে সেটা স্ক্রিপ্ট রাইটাররা মনে হয় ভুলেই যাচ্ছে।
অভিযোগ আছে নিজেদের গণ্ডির শিল্পীদের নিয়ে দেশের ওটিটি মাধ্যম কন্টেন্ট নির্মাণ করে থাকে। এটাকে কিভাবে দেখছেন?
এটা করা মোটেই ঠিক না। দিন শেষে সত্যিকার অভিনয়শিল্পীদের কাছে যেতেই হবে।