ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গায়ক আরমান মালিক বাগদান সারলেন

গায়ক আরমান মালিক বাগদান সারলেন

প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন আরমান মালিক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১২:১৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ১২:১৫

বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক আরমান মালিক দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন। তার হবু স্ত্রীর নাম আশনা শ্রফ। সোমবার (২৮ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে এ খবর জানান আরমান মালিক।

বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন ভারতীয় ওই গায়ক। একটি ছবিতে দেখা যায়, হাঁটুমুড়ে আশনার হাতের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন আরমান। আশনার চোখে-মুখে উচ্ছ্বাসের ঢেউ। আরেকটি ছবিতে বাগদানের আংটি দেখাচ্ছেন আশনা। এসব ছবির ক্যাপশনে আরমান লিখেছেন— ‘এবং আমাদের চিরকালের যাত্রা শুরু।’

সোশ্যাল মিডিয়ায় এসব ছবি পোস্ট করার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন আরমান-আশনা। ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন— অভিনেতা বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, ইশান কাট্টার, এশা গুপ্তা, তারা সুতারিয়া প্রমুখ।

বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। একাধারে তিনি সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট, প্রযোজকও। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি, বাংলা, মারাঠি, তামিল, কন্নড়, পাঞ্জাবি, উর্দুসহ আরো বেশ কটি ভাষার গান কণ্ঠে তুলেছেন আরমান।


আরও পড়ুন

×