ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মায়ের দোয়া নিয়ে ফিরলেন নোবেল

মায়ের দোয়া নিয়ে ফিরলেন নোবেল

মাইনুল আহসান নোবেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:০৭ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:০৯

ভারতের জি বাংলা সারেগামাপা দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর মাদক, দাম্পত্য কলহ কিংবা বিচ্ছেদ- এগুলো নিয়েই সাম্প্রতিক সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন। তবে এবার কোন বিতর্ক নয়, নতুন গান নিয়ে জাহির হচ্ছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।

সম্প্রতি ‘কলিজা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন নোবেল। এইচ এম নিপুর কথায় গানটির সুর করেছেন মিশকাত। রানা আকন্দের সংগীত আয়োজনে নোবেলের কলিজা গানটি নিয়ে একটি ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অভিনয় করেছেন আসিফ আহমেদ খান এবং সুমাইয়া আক্তার সুমি।

গানটি প্রসঙ্গে নোবেল বলেন, “মাঝখানে সময়টা খারাপ যাচ্ছিলো। ‘কলিজা’ গানটি শুনার পর মনে হয়েছে আমার শ্রোতারা এমন একটি গান আমার কণ্ঠ শুনতে অপেক্ষা করছে। তাই মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছে পোষণ করি। অবশেষে গানটি শেষ হওয়ার পর নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই। আশাকরি আমার প্রত্যেকটি শ্রোতা গানটি ভালবেসে গ্রহণ করবে।”

‘চ্যানেল এইচএম’ ইউটিউব চ্যানেলের ব্যানারে আজ বিকেলে (১ সেপ্টেম্বর) ‘কলিজা’ রিলিজ হবে।

গানটির গীতিকার এইচ এম নিপু বলেন, ‘মিশকাতের হৃদয় স্পর্শ করা সুর এবং রানা আকন্দের অসাধারণ মিউজিক গানটিকে পরিপূর্ণ করেছে- যা কিনা নোবেলের কণ্ঠে পূর্ণতা পেয়েছে। আমি শতভাগ আশাবদী এই গানটি দর্শক গ্রহণ করবেন।’


আরও পড়ুন

×