মার্ভেলের নতুন সিনেমায় ডাকোটা জনসন

আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:১২
ডাকোটা জনসন। হলিউডে রয়েছে তাঁর আলাদা নামডাক। পাপারাজ্জি, ক্যামেরার ফ্ল্যাশ বাল্বের ঝলকানি তাঁকে সব সময় ধাওয়া করে। ডাকোটা তাঁর অসাধারণ সৌন্দর্য ও দুরন্ত অভিনয়ে মাত করেছেন সিনেপ্রেমীদের।
‘ফিফটি শেডস অব গ্রে’র অ্যানাস্টেজিয়া স্টিল একজন ফ্যাশনিস্তাও। রেড কার্পেট হোক বা সিনেমার প্রিমিয়ার, হতে পারে কোনো সাদামাটা ব্রাঞ্চ ডেটও। সব সময় ক্যামেরায় প্রস্তুত তিনি।
২০২৩ সাল খুব একটা ভালো যাচ্ছে না মার্কিন এই অভিনেত্রীর। চলতি বছরে মুক্তি পায়নি কোনো ছবি। তবে মুক্তির অপেক্ষায় দুটি সিনেমা। এর মধ্যেই ভক্তদের সুখবর দিলেন তিনি। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। মার্ভেলের নতুন সিনেমায় দেখা যাবে তাঁকে; যেটি হতে যাচ্ছে স্প্যাইডারম্যানের স্পিন অব সিরিজ। নাম ‘ম্যাডাম ওয়েব’।
তারকায় ভরা এ সিনেমায় দেখানো হবে স্প্যাইডারম্যান ও ভেনমের মধ্যকার লড়াই। এরই মধ্যে সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। ডাকোটা নিজেও শুটিংয়ে অংশ নিয়েছেন। এ সিনেমা নিয়ে তিনি বলেন, ‘প্রথমবারের মতো সুপারহিরো গল্পে যুক্ত হলাম। মার্ভেলের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। তাই অফারটি পেয়েই রাজি হয়ে গেলাম। আমার চরিত্রের নাম সিনেমার নামে– ম্যাডাম ওয়েব। বিষয়টি আমার কাছে দুর্দান্ত লেগেছে। বেশ কিছু দৃশ্যের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আশা করছি, সামনে আরও ভালো অভিজ্ঞতা হবে। কাজটি আমার ক্যারিয়ারে স্মরণীয় করে রাখতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি।’
ম্যাডাম ওয়েব সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা এস জে ক্লার্কসন। আগামী ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ম্যাডাম ওয়েবে প্রধান আরেকটি চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম স্কট। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে এমা রবার্টস, ইসাবেলা মার্চেডন জিল হেন্সি, জসিয়া ম্যামেট, তাহের রহিম, মাইক ইপস, মাইক ব্যাশ, অস্টিন জে রায়ান ও মিচেল ম্যালভেস্তির মতো তারকাকে।
- বিষয় :
- ডাকোটা জনসন
- হলিউড অভিনেত্রী