ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রণবীর-দীপিকার হয়ে সরব করণ, জবাব দিলেন সমালোচনার

রণবীর-দীপিকার হয়ে সরব করণ, জবাব দিলেন সমালোচনার

রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ও করণ জোহর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৩ | ০৭:১৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ | ০৭:২৪

‘কফি উইথ করণ’ মানেই বিতর্ক। প্রথম সিজন থেকে এর কোনও ব্যতিক্রম দেখা যায়নি। সদ্য শুরু হয়েছে এই টকশোয়ের সিজন ৮। আর প্রথম পর্বেই আবারও বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিল এই শো-এর দুই অতিথি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। 

করণ জোহরের টক শো ‘কফি উইথ কর্ণ’-এর ‘সিজন ৮’-এর প্রথম পর্বে এসে নিজেদের প্রেমজীবন নিয়ে নানা গোপন কথা ফাঁস করেন বলিউডের এই চর্চিত দম্পতি।

তাদের আলাপ পর্ব থেকে চুপিচুপি বাগদান, রণবীরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে দীপিকার মেলামেশা-সব কিছু নিয়েই কর্ণের সঙ্গে বেশ খোলামেলা আড্ডা দেন বলিউডের এই দম্পতি। তবে দীপিকা তার প্রেমজীবনের অজানা দিক প্রকাশ্যে আনতেই অভিনেত্রীর সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। মিমের ছড়াছড়ি, রণবীর সিংহকে সমবেদনা-সবই চলছিল।

এই শো-তে দীপিকা বলেন, আমি অনেক পুরুষের সঙ্গে মিশেছি। রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও। কিন্তু যতই মিশি না কেন, মন থেকে আমি ওর প্রতি ‘কমিটেড’ থেকেছি।

এর পরই শুরু হয় দীপিকার তুমুল সমালোচনা। পরিস্থিতি বুঝে দীপিকা-রণবীরের হয়ে নিজেই ময়দানে নামলেন। নিন্দুকদের একহাত নিয়ে কর্ণ বলেন, ‘আপনাদের যা ইচ্ছে তাই করুন, কারণ আপনাদের কেউ পাত্তা দেয় না। ট্রোল যারা করেন তাদের আসলে কোনও অস্তিত্বই নেই। তারা আসলে কোথাও নেই।’

আরও পড়ুন

×