সাক্ষাৎকার
আমি সবকিছু খুব সহজভাবে দেখি: কোনাল

সোমনূর মনির কোনাল। ছবি: সংগৃহীত
বুলবুল ফাহিম
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪ | ১৮:৩৬ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪ | ১৮:৫৯
গেল বছর মানুষের মুখে মুখে ফিরেছে তার গান। শাকিব খান অভিনীত সুপার হিট ছবি‘প্রিয়তমা’র টাইটেল গানের সূত্র ধরে অনেকেই এখন তাকে ‘প্রিয়তমা’ বলেও সম্বোধন করছেন। তিনি সোমনূর মনির কোনাল। আজ এ গায়িকার জন্মদিন। বিশেষ এই দিনে গান, ক্যারিয়ার ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তার সঙ্গে...
প্রশ্ন: সমকাল পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
কোনাল: আমার পক্ষ থেকে সমকাল ও সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা।
প্রশ্ন: বিশেষ এই দিনটিতে প্রথম উইশ কে করল?
কোনাল: কাছের বন্ধু-বান্ধবরা তো রাত ১২টা বাজার আগেই উইশ করে বসেছিল। আর জাস্ট ১২টায় আমার পরিবারের সবাই একসঙ্গে উইশ করেছে।
প্রশ্ন: এমন দিনে কাকে বেশি মিস করা হয়ে থাকে?
কোনাল: তিনি আমার বাবা। বাবাকেই সবচেয়ে বেশি মিস করি। ২০২০ সালে বাবাকে হারিয়েছি। তার চলে যাওয়ার পর থেকে বিশেষ দিনের উদযাপনটা আর আগের মত নেই। জন্মদিন আসার আগে বাবার সঙ্গে দুষ্টামি করতাম। গিফটের বায়না করতাম। তখন বাবা বলতো, ২৮ তারিখ কি, এই দিনটি নিয়ে বাবার সঙ্গে ব্যাপক খুনসুটি হতো। বাবা নেই তাই দিনটি উদযাপন করা হলেও অনেকটাই ফিকে লাগে। তাই এ দিনটিতে আরও বেশি করে বাবাকে মিস করি। খুব মিস করি।
প্রশ্ন: জন্মদিন ঘিরে পাওয়া সবচেয়ে দামি উপহার কি ছিল?
কোনাল: যা পাই তা টাকার অঙ্কে মাপা কঠিন। জন্মদিন বা জন্মদিন ছাড়াও মানুষের যে ভালোবাসা পাই সেটার মূল্য হিসেবে করা সম্ভব নয়। সেটা অমূল্য।
প্রশ্ন: নতুন বছরে সিনেমার কোনো গানে কণ্ঠ দেওয়া হয়েছে?
কোনাল: হ্যাঁ,অনেক কাজ হচ্ছে। এখনো রেকর্ড করছি। আলাদা করে বলা খুব কঠিন।
প্রশ্ন: কয়েক বছর ধরে আপনি নিয়মিত সিনেমায় গাইছেন। এটা কি সচেতনভাবে বেছে নিয়েছেন? নাকি ব্যাপারটা ঘটে যাচ্ছে?
কোনাল: অন্য কাজ তো আমি বেছে নিতে পারব না। প্লেব্যাকের ক্ষেত্রে সিনেমা সংশ্লিষ্টরা আমাকে বেছে নেন। সিনেমার যে গানগুলো গাচ্ছি সেগুলো সংগীত পরিচালক, ছবিব প্রযোজক ও পরিচালকেরাই আমাকে দিয়ে গাওয়াচ্ছেন। তবে সিনেমার গান হলেও সব ধরনের গান আমি করি না। এটা সিনেমার মানুষেরাও জানেন। আমি যে টাইপ গান করি সে টাইপ হলেই তারা আমাকে নির্বাচন করছেন। তাই আমার কাছে যে গানগুলোর প্রস্তাব এসেছে আজ পর্যন্ত কোন গান ফিরিয়ে দিতে হয়নি।
প্রশ্ন: এখন অনেক নতুন শিল্পী আসছে, আছে নতুন মিউজিশিয়ানও। তারা কি আপনার সঙ্গে গান করা সুযোগ পাচ্ছেন?
কোনাল: আসলে আমি সবকিছুকে খুব সহজভাবে দেখি। শুধু গানের ক্ষেত্রে না সবক্ষেত্রেই আপনি যদি নতুনদের সুযোগ না দেন তাহলে তারা উৎসাহ পাবে কীভাবে। আমি ১৪-১৫ বছর ধরে স্ট্রাগল করে যাচ্ছি। এখন যে গানগুলো করছি সেগুলো হয়ত দ্রুতই স্রোতার কাছে যাচ্ছে। নতুন যারা আসছে তাদেরও তো সেই স্ট্রাগলটা আছে। সেটাকে যদি আমি সাধুবাদ না জানাই সেটা ইন্ড্রাস্টির জন্য খারাপ হবে। এছাড়া নতুনরা যখন নিজের চ্যানেলের জন্য আমার সঙ্গে গান করতে চায় তাদের আমি সম্মানীতে গান করে দেই। তাই আমি সবাইকে আহ্বান জানাব; সবাই যেনো নতুনদের সার্বিকভাবে সহযোগিতা করেন।
প্রশ্ন: দেশের ইন্ডাষ্ট্রির বাইরে বাইরে ইন্ডাষ্ট্রিতে গান গওয়ার স্বপ্ন দেখেন?
কোনাল: আমি তো গানেরই মানুষ। দেশের বাইরে অন্য কোনো ইন্ডাষ্ট্রি থেকে গানের প্রস্তাব পেলে তা সানন্দে গ্রহণ করব।