স্বাধীনতাকামী যোদ্ধা সারা

সারা আলি খান
সাইফান সানাফ
প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ১৫:৪২
১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন ঊষা। সেই সময় তিনি একটি ভূগর্ভের রেডিও ব্যবহার করে ব্রিটিশদের বিরুদ্ধে জাতিকে একত্রিত করেছিলেন। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে বলিউডের নতুন সিনেমা ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’।
সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটির চরিত্র একজন কলেজছাত্রী; যিনি কলেজে পড়াকালীন স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। এ সিনেমার পরতে পরতে রয়েছে সাহস, দেশপ্রেম ও ত্যাগের গল্প। কন্নন আইয়ার পরিচালিত ছবিতে স্বাধীনতাকামী যোদ্ধা ঊষা মেহতার চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমার ট্রেইলারে সারাকে প্রাক-স্বাধীনতা যুগের রেট্রো লুকে দেখানো হয়েছে। একরঙা শাড়ি পরে সারা রেডিওর মতো ডিভাইস অ্যাসেম্বল করতে বসার আগে ঘরের সব পর্দা টেনে দেন।
এরপর রেডিওর নব ঘুরিয়ে মাইক্রোফোন নিয়ে বলেন, ‘ব্রিটিশরা মনে করেন তারা ভারত ছাড়ো আন্দোলন দমন করতে পেরেছেন। স্বাধীনতার কণ্ঠকে বন্দি করা যায় না। এটি হিন্দুস্তানের কণ্ঠ, দেশের কোথাও থেকে হিন্দুস্তানির কণ্ঠ।’
এর মধ্যেই কেউ সজোরে দরজা ধাক্কা দিতে থাকে। সারার বক্তৃতায় বাধা দেয়। অবাক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকেন অভিনেত্রী। এরপর কী ঘটে তা জানতে হলে সিনেমাটি দেখতে হবে। এ ছবি বড়পর্দায় নয়, আগামীকাল মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে।
সিনেমা মুক্তির দিন ঘোষণা করে সারা আলি খান তাঁর ইনস্টাগ্রামে মহাত্মা গান্ধীর একটি বাণী লিখেছেন, ‘এমনভাবে বাঁচো, যেন এটাই তোমার শেষ দিন। এমনভাবে শেখো, যেন তুমি চিরকাল বেঁচে থাকবে।’
সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সারা আলি খান বলেন, ‘আমি খুবই সম্মানিত যে প্রাইম ভিডিও এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্ট আমাকে এমন একটি ছবির অংশ হওয়ার সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ কন্নন স্যারকে আমায় এ চরিত্রে বাছাই করার জন্য। একজন অভিনেত্রী হিসেবে এবং আরও গুরুত্বপূর্ণভাবে একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত যে আমি এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছি, যা সাহস, শক্তি এবং সাহসের প্রতিধ্বনি করে। এ চরিত্র যেন শক্তি, সম্ভ্রম এবং প্যাশনের আদর্শ মিশেল। ছবিটি চিরকাল আমার সঙ্গে থেকে যাবে।’
- বিষয় :
- সারা আলি খান