ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রথমে ফুল, পরে ফ্লাইং কিসে দৃষ্টি আকর্ষণের চেষ্টা!

প্রথমে ফুল, পরে ফ্লাইং কিসে দৃষ্টি আকর্ষণের চেষ্টা!

আইশা খান

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ১৩:৫০ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ১৪:০৭

ভিন্ন ধাঁচের গল্পে অভিনয় করে স্বল্প সময়ে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছেন আইশা খান। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে প্রেম ও রহস্যের গল্প নিয়ে নির্মিত ঈদের নাটকে। শিরোনাম ‘তোমাতে হারাই’।

এতে আইশার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। পাপ্পু রাজের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

এর কাহিনিতে দেখা যাবে, শোয়েব নামের এক তরুণ অফিস যাওয়ার পথে মুখোমুখি হয় এক অচেনা তরুণীর। যে প্রথম দেখাতেই তাকে ফুল ছুড়ে মারে। কিছুদিন পর শোয়েবের গাড়ি ট্রাফিক জ্যামে পড়লে আবার সে মেয়েটির দেখা পায়। এবার ফুল নয়, তাকে ফ্লাইং কিস ছুড়ে দেয় মেয়েটি; যা দেখে শোয়েব অনুমান করে, মেয়েটি তাকে ভালোবাসে নয়তো দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। একই সঙ্গে প্রশ্নও মনে জাগে, কেন এই মেয়েটি তার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে? কী চায় সে?

এসব প্রশ্নের উত্তর ও অচেনা সেই তরুণীর প্রেমময় রহস্য উন্মোচন করতে উঠেপড়ে লাগে শোয়েব। প্রেম ও রহস্যের এমনই গল্প নিয়ে নির্মিত ‘তোমাতে হারাই’ নাটকটি আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন

×