শিল্পী সমিতির নির্বাচন
পুলিশ দেখে রুবেল বললেন, এ যেন ডেকে এনে অপমান করা

এফডিসিতে চিত্রনায়ক রুবেল। ছবি: সমকাল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ১৫:২৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ | ১৬:০৬
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আজ ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হওয়া এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি লক্ষ্যনীয়। বিষয়টি কষ্ট দিয়েছে নায়ক রুবেলকে। তাই গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন এই নায়ক।
রুবেল বলেন, নির্বাচন নিয়ে আমাদের মধ্যে বিরোধ থাকতে পারে। তবে আমি মনে করি, এটা মাত্র ৫-৭ দিনের জন্য। এরপর তো আবার ভাই-ব্রাদার।
তিনি আরও বলেন, আমি ৭-৮ বার নির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। ৯০ সাল থেকে নির্বাচন করি। এভাবে প্রশাসনের পাহারায় নির্বাচন দেখি নাই। আমরা সবাই আনন্দ করতে করতেই ভোট দিয়েছি, চেয়েছি।
রুবেল ক্ষুব্ধ কণ্ঠে বলেন, নায়ক আলমগীর বা উজ্জ্বলের মতো লোককে যদি আইডি কার্ড শো করে ঢুকতে হয়, তাহলে দুঃখজনক। এককথায় এবসুলেটলি ব্যাড। এভাবে কার্ড চেক করে ঢুকানো ডেকে অপমান করা। এ রকম হলে আমি আর নির্বাচন করবো না এরপর থেকে।
- বিষয় :
- নায়ক রুবেল
- শিল্পী সমিতি নির্বাচন