৮ বছর পর দুবাই যাচ্ছেন ডলি সায়ন্তনী

ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ০১:১৬ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ০২:৫০
প্রায় আট বছর পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে দুবাই যাচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। দুবাইয়ে বাংলাদেশ শিল্পী সমিতির চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
ডলি সায়ন্তনী সমকালকে বলেন, দীর্ঘদিন পর দুবাই যাচ্ছি। সেখানে একটি শো আছে। পাশাপাশি তারা সম্মাননা দেবে।
ভক্তদের উদ্দেশে সংগীতশিল্পী বলেন, দেশের বাইরে বাংলা গানের প্রচুর ভক্ত রয়েছেন। আশা করছি, বাংলাদেশি ভাই-বোনরা এই অনুষ্ঠানে এসে বাংলা গানের শিল্পীদের আরও বেশি উৎসাহ দেবেন।
দুবাইয়ের বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি জাবেদ আহমেদ মাসুম জানান, আগামী ৩ মে আমিরাতের শারজাহ ইওয়ান হোটেলে সংগঠনের বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ডলি সায়ন্তনীর পরিবেশনা থাকবে। পাশাপাশি স্থানীয় শিল্পীদের গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ নানা পর্বে সাজানো হচ্ছে এই অনুষ্ঠান।
- বিষয় :
- দুবাই
- সংগীতশিল্পী
- ডলি সায়ন্তনী