সেই শোভনকেই বিয়ে করছেন সোহিনী!

সোহিনী সরকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ১৩:৪১
অনেক দিন ধরেই গুঞ্জন, অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় প্রেম করছেন। সম্পর্কের প্রথম দিন থেকেই তারা খবরের শিরোনামে। শুরুতে শোভন অস্বীকার করেন এবং সোহিনী মুখে কুলুপ আঁটেন।
পরে নানা ছবিতে তাদের ফ্রেম ভাগাভাগি দেখে ভক্তরা কিছুটা নিশ্চিত, বিয়ে না হলেও প্রেমেই আছেন তারা। প্রণয় যে ক্রমশ পরিণয়ের দিকে গড়াচ্ছে, সেই আভাসও মিলছিল।
মঙ্গলবারের (২৫ জুন) খবর, সব ঠিক থাকলে নাকি ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন তারা। যদিও দুজনের কেউই এখনো এ বিষয়ে মুখ খোলেননি; বরং তারা এখন ব্যস্ত শপিংয়ে।
একাধিক সূত্র বলছে, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলে নায়িকা নাকি এরই মধ্যে প্রথম সারির অলংকার বিপণি থেকে সোনার গয়না কিনেছেন। এ-ও শোনা গেছে, বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে তারা নতুন ফ্ল্যাটও কিনেছেন।
- বিষয় :
- সোহিনী সরকার