ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চেনা ছকের বাইরে অপূর্বর প্রত্যাবর্তন

চেনা ছকের বাইরে অপূর্বর প্রত্যাবর্তন

জিয়াউল ফারুক অপূর্ব

এমদাদুল হক মিলটন

প্রকাশ: ২৮ জুন ২০২৪ | ১৭:৪২

চরিত্রের সঙ্গে মিশে যাওয়া, অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা খুব কঠিন কাজ। প্রকৃত অর্থে এক চরিত্র থেকে আরেক চরিত্রে হয়ে উঠতে পারে ক’জন। তাদের সংখ্যা খুবই কম। জিয়াউল ফারুক অপূর্ব এমনই একজন অভিনেতা যে কোনো চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন সহজেই। তাঁর অভিনয়ে দৃষ্টিভঙ্গি, কাজের মান নির্ণয় এবং পর্দায় ভিন্নরূপে উপস্থাপনই তাঁকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। যে জন্য ছোট পর্দা, মডেলিং কিংবা ওয়েব মাধ্যমে অভিনয়–প্রতিটি কাজেরই দর্শক প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অধিকাংশ পরিচালকের কাছে এখন নির্ভরতার এক নাম অপূর্ব। ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে শুধু রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যেত। এখন শুধু রোমান্টিক নয়, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, অপরাধ জগতের উত্থান-পতনের গল্পেও অভিনয় করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে চরিত্রে ভিন্নতা দিয়ে দর্শকদের হাসিয়েছেন। কখনও কাঁদিয়েছেনও। কখনও আবার নিয়ে গেছেন চিন্তার জগতে।

চেনা ছকের বাইরে
গত ঈদে ‘হৈচৈ’তে প্রকাশ পেয়েছে অপূর্ব অভিনীত তাঁর নতুন ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এতে নাম-ভূমিকায় তাঁকে দেখা গেছে। এ সিরিজের মাধ্যমে আরও একবার তিনি পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন পুলিশ অফিসার গোলাম মামুনের চরিত্রে। আগে যাকে পাওয়া গিয়েছিল ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে। এক নায়কের অকাল মৃত্যুর রহস্য উদ্ধারে আদাজল খেয়ে লাগা পুলিশ অফিসার গোলাম মামুন এবার পর্দায় হাজির হয়েছেন একটু ভিন্নরূপে। এবার পুরো কাহিনি আবর্তিত হবে এ পুলিশ কর্মকর্তাকে ঘিরেই। তাই সিরিজের নামও দেওয়া হয়েছে ‘গোলাম মামুন’। এই স্পিন অব সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক শিহাব শাহীন। সিরিজে নিজেকে একেবারে ভেঙে এক অন্যরূপে গড়েছেন তিনি। দুর্দান্ত অভিনয় করে ওয়েব সিরিজটি প্রকাশের পর থেকে প্রশংসা পেয়ে আসছেন এ অভিনেতা। শুধু দেশ নয়, দেশের বাইরের দর্শকরা তাঁর অভিনয় নিয়ে কথা বলছেন।

অপূর্ব বলেন, ‘আমি যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। যে কারণে দর্শকের পছন্দ হয়েছে চরিত্রটি। সবার ভালোবাসায় আমি মুগ্ধ যে তারা আমার কাজটি দেখেছেন।’ 

ছোট পর্দায়ও আছেন
সারাবছর ছোট পর্দায় না দেখা গেলেও যে কোনো উৎসব কিংবা আয়োজনে অপূর্বকে দেখা যায় টিভি নাটক কিংবা টেলিছবিতে। গেল ঈদে তাঁর অভিনীত নাটক ‘ত্রিভুজ’ প্রশংসিত হয়েছে। এ ছাড়া এসআর মজুমদারের ‘ধূসর’সহ আরও কয়েকটি নাটক টেলিছবিতে দেখা গেছে। এর আগে মারুফ হোসেন সজীব রচিত ও সাইদুর রহমান পরিচালিত ‘আপনারা আমাকে শুনুন’ নাটকে অপূর্বর অনবদ্য অভিনয় দর্শক প্রশংসিত হয়েছিল।   

গানের ভুবনে
অপূর্ব অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন। বছর পাঁচেক আগে একটি নাটকে রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। এর আগে মৌলিক গানও গেয়েছেন। আবারও মৌলিক গান করার ইচ্ছা রয়েছে তাঁর। সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় গান গেয়ে ভালোই জমিয়ে তোলেন তিনি।

অপূর্ব বলেন, ‘যে কোনো কাজই আমি গুরুত্ব ও যত্নসহকারে করার চেষ্টা করি। গান গাওয়া আমার শখ। সময় পেলেই গান করি। ভালো কথা, সুর ও সংগীতের গানের প্রস্তাব পাই; তবে আবারও গাওয়ার ইচ্ছা রয়েছে। এও জানালেন, ভালো ও গল্পনির্ভর মিউজিক ভিডিও নির্মাণে আগ্রহ রয়েছে তাঁর।’ 

জন্মদিনে...
২৭ জুলাই ছিল অভিনেতা অপূর্বর জন্মদিন। জীবনে কখনোই ঘটা করে এ বিশেষ দিনটি পালনের পক্ষপাতী নন এ অভিনেতা। তবে গেল কয়েক বছরের জন্মদিন তাঁর জন্ম স্পেশাল। এই দিনে তাঁর একমাত্র ছেলে আয়াশেরও জন্মদিন। এই দিনে শুটিং রাখেননি তিনি। পরিবারের সঙ্গেই কাটিয়েছেন এই বিশেষ দিনটি।

অপূর্ব বলেন, ‘আব্বু-আম্মুর জন্যই তো পৃথিবীতে এসেছি। মনের মতো করে তাদের জন্য কিছুই করতে পারিনি। বছর কয়েক আগে আব্বুকে হারিয়েছি। এখন আমার মাথার ওপর আশীর্বাদের ছায়া হয়ে আছেন মা। তিনিই আমার পৃথিবী। ভীষণ ভীষণ ভালোবাসি তাঁকে। শত ব্যস্ততা শেষে, অনেক কষ্ট শেষে যখন বাসায় ফিরে আম্মুর মায়াভরা মুখটা দেখি তখন মন ভরে উঠে; পৃথিবীতে স্বর্গের সুখ যেন মায়ের হাসিতেই। তাঁর ভালোবাসা আর দোয়ায় ভরা থাকুক পৃথিবীতে আমার আগমনের এই দিনটি। ছেলেরও আজ জন্মদিন। সব মিলিয়ে আনন্দটা দ্বিগুণ।’

সীমানা পেরিয়ে
অপূর্ব দেড় যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে যুক্ত আছেন। এই দীর্ঘ সময়ে অসংখ্য নাটক-টেলিছবিতে তাঁকে দেখা গেছে। প্রথমবার আশিকুর রহমানের পরিচালনায় ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমায় অভিনয় করেছিলেন। ২০১৫ সালে সেই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমা মুক্তির পর গেল আট বছরে আরও অনেক পরিচালক তাঁকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেও, কাউকেই ‘হ্যাঁ বলেননি তিনি। গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ‘চালচিত্র’ সিনেমার শুটিং করেছেন অপূর্ব। পুলিশি অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা নিয়ে অপূর্ব বলেন, ‘গল্পটা ভালো লেগেছে। আমার চরিত্রটাও দারুণ। ভারতে এই প্রযোজনা সংস্থার ভালো ভালো ছবি বানানোর অভিজ্ঞতায় আমি কাজটি করতে রাজি হয়েছি।’

আরও পড়ুন

×