বিশ্ববিদ্যালয় জীবনের গল্প নিয়ে ‘ক্যাম্পাস’, ১৫০ তম পর্ব প্রচার হবে আজ

ক্যাম্পাস নাটকের একটি দৃশ্য।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ১২:৫১ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ | ১২:৫৩
দেশের বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ক্যাম্পাস’। যে নাটকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রেম, আড্ডা, ঝগড়া, রাজনীতি– নানা বিষয় উঠে এসেছে। গত বছরের ১৭ ডিসেম্বর ধারাবাহিকটি মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয়েছে। প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হয়ে আসছে নাটকটি। আজ এর ১৫০তম পর্ব প্রচার হবে।
আওরঙ্গজেবের লেখা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটি ইতোমধ্যে দর্শকমহলে সাড়া ফেলেছে। পরিচালক জানান, আজ রাত ৮টায় প্রচার হবে ক্যাম্পাসের ১৫০তম পর্ব। দর্শকদের ধন্যবাদ তারা নাটকটি গ্রহণ করেছেন। তাদের ভালোবাসার কারণেই প্রচারে নাটকটি দেড়শ পর্বে আসতে পারছে।
এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, অর্ষা, চাষী আলম, পাভেল, মিহি আহসান, এমিলা হক, সুষমা সরকার, মাহা, তামিম খন্দকার, ফরহাদ বাবু, শিবলি নোমান, তানজিম হাসান অনীক, আহসান হাবিব নাসিম, এমিলা হক, সুজাত শিমুল, সালমান আরাফাত, বাঁধন খান, শেলী আহসান প্রমুখ।
ধারাবাহিকটির গল্পে দেখা যায়, দেশের বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয়ে শবনম অনার্স শেষ করেছে, কিন্তু মাস্টার্স পরীক্ষা দেয়নি। কারণ, সে ক্যাম্পাস ছেড়ে যেতে চায় না। ক্যাম্পাসে চলাফেরায় ড্যাম কেয়ার ভাব তার। সে ক্যাম্পাসে এলেই এক ধরনের আলোড়ন তৈরি হয়। এসব কারণে তার যেমন অনেক অনুসারী আছে, তেমনি শত্রুও আছে। অন্যদিকে রূপক সব সময় পড়াশোনা নিয়ে সিরিয়াস। পছন্দ করে প্রিয়াঙ্কাকে। কিন্তু প্রিয়াঙ্কার স্বভাব-চরিত্র পুরো তার বিপরীত। প্রিয়াঙ্কা ব্যস্ত থাকে টিকটক নিয়ে। নিজেকে সেলিব্রিটি ভাবে। শ্রাবণ ও তানিয়ার প্রেম ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত প্রেমের মধ্যে একটি। হাসি, আড্ডা, প্রেম, ভালোবাসা, ঝগড়া– এসব নিয়েই কেটে যাচ্ছিল তাদের ক্যাম্পাস জীবন। এর মধ্যে ক্যাম্পাসে নতুন আগমন ঘটে সেঁজুতির। শুরু হয় নতুন গল্প।
- বিষয় :
- ধারাবাহিক নাটক
- নাটক