ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৬ দফা দাবি নিয়ে আন্দোলনে বাংলাদেশ বেতার কর্মীরা

৬ দফা দাবি নিয়ে আন্দোলনে বাংলাদেশ বেতার কর্মীরা

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৯:২০

ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ বেতারের নানা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, শিল্পী ও কলাকুশলীরা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে বৈষম্য নিরসনের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানবন্ধনে তারা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হল- কর্মীদের পদোন্নতি বঞ্চনার অবসান করা, ব্যাচভিত্তিক পদোন্নতিসহ উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা, একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন করা, বাংলাদেশ বেতার থেকে নিজস্ব মহাপরিচালক নিয়োগ করা, নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিলপূর্বক পুনঃসংশোধন করা এবং বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা।

মানবন্ধনে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন বলেন, বাংলাদেশ বেতার জন্মলগ্ন থেকেই বৈষম্যবিরোধী মনোভাব নিয়ে কাজ করছে। কিন্তু আজকে বাংলাদেশ বেতারের কর্মীরা বৈষম্যের শিকার অন্তর্বর্তীকালীন সরকার এসব দাবিদাবওয়া মেনে নিয়ে ‘সুন্দর কর্মপরিবেশ’ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

মানববন্ধন কর্মসূচিতে বেতারের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ডে তাদের দাবিগুলো তুলে ধরেন।

আরও পড়ুন

×