জোকারের প্রিমিয়ারে অদ্ভুত সাজে হাজির লেডি গাগা

ভেনিস চলচ্চিত্র উৎসবে লেডি গাগা।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:০৫
গত ৪ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবে ব ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ‘জোকার: ফোলি আ ডিউক্স’। সেখানে লালগালিচায় ভিন্ন রূপে ধরা দিলেন গায়িকা-অভিনেত্রী লেডি গাগা।
প্রিমিয়ার উপলক্ষে তাঁর পরনে ছিল কালো প্লিটেড স্কার্ট। মাথায় ছিল ব্যতিক্রমী একটি হেডপিস, যেটি এক ধরনের সুইপিং লেসের ওপর বিমূর্ত নকশা করা। ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি।
‘জোকার’ সিক্যুয়েলে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন লেডি গাগা। ভেনিস উৎসবে ছবিটির প্রিমিয়ারে বাগদত্তা মাইকেল পোলানস্কিকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এ ছাড়া ‘জোকার’খ্যাত অভিনেতা হোয়াকিন ফিনিক্স ও পরিচালক টড ফিলিপসের সঙ্গেও ফটোশেসনে অংশ নেন গাগা।
প্রিমিয়ারের আগের দিন, লেডি গাগা-হোয়াকিন ফিনিক্স-টড ফিলিপস তাঁদের বহুল প্রত্যাশিত ছবিটি সম্পর্কে কথা বলতে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন।
এতে ফিলিপস ও ফিনিক্সের সঙ্গে কাজ করাকে ‘সমন্বিত প্রক্রিয়া’ বলে অভিহিত করেছেন গাগা। তিনি বলছিলেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করেছি এবং ছবিটির দৃশ্যত সবকিছুই একটি পেইন্টিংয়ের মতো করে তৈরি করা হয়েছিল। সংগীত থেকে ওয়ারড্রোব পর্যন্ত। আমরা সত্যিই একটি টিম হিসেবে কাজ করেছি।’
প্রসঙ্গত, সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করে ‘জোকার ২’ মুক্তির তারিখও ঘোষণা করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস। আগামী ৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে এটি।
- বিষয় :
- লেডি গাগা