ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্বামীর আত্মহত্যা, পুলিশকে যা বললেন মালাইকার মা!

স্বামীর আত্মহত্যা, পুলিশকে যা বললেন মালাইকার মা!

বাবা-মা ও বোনের সঙ্গে মালাইকা অরোরা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৫৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:৫৯

আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। বুধবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ৬ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেন তিনি। কেন হঠাৎ আত্মহননের পথ বেছে নিলেন মালাইকার বাবা- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

পুলিশকে মালাইকার মা জানিয়েছেন, ‘ডিভোর্স হয়ে গেলেও, বলা চলে আমরা একসঙ্গেই থাকতাম। প্রত্যেকদিনের মতোই সকাল বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। অনেকক্ষণ ধরে আওয়াজ না পেয়ে বারান্দায় যাই। তারপর বারান্দা থেকে উঁকি মেরে দেখি, নিচে পড়ে রয়েছেন উনি। হাঁটু ব্যথা ছাড়া আর কোনও রোগ ছিল না তার।’

বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর শুনে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা ঘটনাস্থলে যান। সেখানে সুইসাইড নোটও পাননি তারা। ইতিমধ্যেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুণেতে। বাবার আত্মহত্যার খবর পেয়ে বাড়িতে ছুটে যান। তবে মালাইকার আগেই তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন স্বামী আরবাজ খান। গাড়ি থেকে নেমেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মালাইকাকে। বোন অমৃতা অরোরাও স্বামী শাকিল লাদাককে নিয়ে পৌঁছেছেন। অর্জুন কাপুরকে দেখা গেল সাদা পোশাকে মালাইকার বাড়িতে প্রবেশ করতে।

আরও পড়ুন

×