ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জোকার টু

এটি নতুন এক অভিজ্ঞতা, বললেন লেডি গাগা

এটি নতুন এক অভিজ্ঞতা, বললেন লেডি গাগা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:০৫

সময়টা ভালো যাচ্ছে মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগার। সম্প্রতি তিনি প্রকাশ করলেন ‘জোকার টু’ সিনেমার সাউন্ড ট্র্যাক অ্যালবাম। নাম ‘হার্লেকুইন’। অ্যালবামটিতে ১৩টি গান রয়েছে। জোকার সিনেমায় গান গাওয়া নিয়ে গাগা বলেছেন, ‘আমি গান করছি অনেক দিন হয়েছে। তবে এমন অভিজ্ঞতা একেবারেই নতুন।’ ডিসি কমিকসের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা ‘জোকার: ফলি আ ডক্স’। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া বিশ্ব মাতানো ছবি ‘জোকার’-এর দ্বিতীয় কিস্তি।

বেশ কয়েক মাস আগে তিনি ঘোষণা দিয়েছিলেন সপ্তম স্টুডিও অ্যালবামের; যা মুক্তি পাবে আসছে অক্টোবরে। লেডি গাগার সপ্তম স্টুডিও অ্যালবামকে সংক্ষেপে এলজিসেভেন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু ‘হার্লেকুইন’ সংকেত হিসেবে লেডি গাগা লিখেছেন ৬ দশমিক ৫। অর্থাৎ গাগা অ্যালবামটিতে সপ্তম মনে করছেন না। গত কয়েক মাস গাগা তার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে তার নতুন অ্যালবাম নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করেননি। অবশ্য বেশকিছু পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন ভক্তদের। সম্প্রতি লেডি গাগার একটা গান মুক্তি পায় ব্রুনো মার্সের সঙ্গে, যার নাম ‘ডাই উইথ আ স্মাইল’।

বিনোদন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গানটি এলজিসেভেন অ্যালবামে থাকবে না। এ বিষয়ে গাগা বলেছেন, ‘নিজের স্টুডিও অ্যালবাম নিয়েই ব্যস্ত ছিলাম। এর মধ্যে একদিন ব্রুনো মার্স ফোন দিলেন। তিনি তার স্টুডিওতে গিয়ে তার একটা কাজ শুনতে বললেন। যখন আমি ওখানে পৌঁছলাম, তখন প্রায় মাঝরাত। তিনি যা শুরু করেছেন, সেটি শুনে আমি রীতিমতো মুগ্ধ। তারপর আমরা সেখানে থেকেই গানটি পুরোপুরি শেষ করলাম এবং রেকর্ড করলাম।’

ভেনিস চলচ্চিত্র উৎসবে জোকার সিনেমার প্রিমিয়ারে বাগদত্তা মাইকেল পোলানস্কিকে নিয়ে হাজির হন তিনি। সঙ্গে ছিল ‘জোকার’খ্যাত অভিনেতা জোয়াকিন ফিনিক্স ও পরিচালক টড ফিলিপসও। 

‘জোকার: ফলি আ ডক্স’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৪ অক্টোবর। ফলে জোকারভক্তদের চোখ ৪ অক্টোবরের দিকে। এক কমেডিয়ানের জীবনের ট্র্যাজেডি নিয়ে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘জোকার’। সিনেমাটি দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান জোয়াকিন ফিনিক্স। এবার তৈরি হয়েছে জোকারের সিকুয়াল। প্রথম ভাগ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে সিনেমার গল্প। 

আরও পড়ুন

×