ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রথম সার্টিফিকেশন বোর্ড দেখছে ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’

প্রথম সার্টিফিকেশন বোর্ড দেখছে ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৪৯

চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থা তার সাত দশকেরও বেশি সময় ধরে পরিচিত ‘সেন্সর বোর্ড’-এর তকমা ঝেড়ে ‘সার্টিফিকেশন বোর্ড’ হিসেবে সোমবার প্রথম সভায় বসতে যাচ্ছে। প্রথম দিন ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’ নামে দুটি সিনেমা দেখবে সার্টিফিকেশন বোর্ড। 

বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা খিজির হায়াত খান জানান, আনুষ্ঠানিকভাবে বোর্ড সিনেমা দেখতে বসছে আজ।

তিনি আরও বলেন, ‘যে কাজটি আমরা শুরু করতে যাচ্ছি তা অত্যন্ত কঠিন। একটু সময় লাগবে বিধিগুলো সংস্কার করে চলচ্চিত্রবান্ধব করতে। চলচ্চিত্রে অবশ্যই পরিবর্তন আসবে। আপাতত সিনেমা হলে যেন চলচ্চিত্রগুলো নিয়মিত মুক্তি পেতে পারে, সেদিকে নজর দিচ্ছি আমরা।’

চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র ‘সার্টিফিকেশন বোর্ড’ নামকরণ করে গত ২২ সেপ্টেম্বর এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ব্রিটিশদের তৈরি ১৯১৮ সালের সিনেমাটোগ্রাফ অ্যাক্ট ১৯৫২ সালে পরিবর্তিত হয়ে ‘ইস্ট বেঙ্গল বোর্ড অব ফিল্ম সেন্সর’ নামকরণ হয়। নানা রাজনৈতিক পট পরিবর্তন, মানচিত্রের বদল ঘটলেও বিগত ৭২ বছরে চলচ্চিত্রকে শাসনের রীতি বদলায়নি। ২০২৪ সালে এসে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিগত সরকারের পদক্ষেপটির বাস্তবায়ন ঘটে। তুলে নেওয়া হয় ‘সেন্সর’ শব্দটি। এরই পরিপ্রেক্ষিতে আজ বসতে যাচ্ছে প্রথম সার্টিফিকেশন বোর্ড সভা।  


 

আরও পড়ুন

×