ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গল্পটা এখনকার বন্ধুত্বের!

গল্পটা এখনকার বন্ধুত্বের!

আইশা খান

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪ | ১৭:৩১

অভিনয় ক্যারিয়ারের নানা ধরনের গল্পে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী আইশা খান। এবার তাঁকে দেখা যাবে বন্ধুত্বের গল্পে। এই সময়ের বন্ধুত্বের গল্পে ‘ফ্রেঞ্জি’ নামের এক ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। একঝাঁক তরণ অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত এ সিরিজ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। সিরিজটি নির্মিত হয়েছে হাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে।

আইশা খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, পার্থ শেখ, সাবরিন আজাদ, মীর রাব্বী, ফারজানা বুশরাসহ অনেকে।

আইশা খান বলেন, ‘ফ্রেঞ্জি’ গল্পটা এখনকার বন্ধুত্বের গল্প। ফ্রেঞ্জি মানে উন্মাদনা, পাগলামো। বন্ধুত্বের পাশাপাশি এই গল্পে দেখা মিলবে নতুন কিছু চরিত্রের। দর্শক এ সিরিজটি দেখলে অদ্ভুত মিষ্টি একটা গল্পের দুনিয়ায় প্রবেশ করবে। আশা করছি সিরিজটি দর্শকের পছন্দ হবে।

সিরিজটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি, তবে খুব শিগগিরই মুক্তি পাবে বলে জানান নির্মাতা। ওটিটিতে কাজের পাশাপাশি সিনেমায়ও বেশ ব্যস্ত আইশা। ‘শেকড়’ সিনেমার শুটিং নিয়ে টানা বেশ কিছু দিন ব্যস্ত ছিলেন তিনি।

সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে এ অভিনেত্রীর ভাষ্য, ‘আলাদা কিছু যেমন করতে চেয়েছি, তেমনি এও চেয়েছি নিজের যা ভালো লাগবে সেটিকে প্রাধান্য দিতে। শেকড় সিনেমায় অভিনয়ের পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, এ সিনেমায় গল্প ও ফাল্গুনী চরিত্রটি ভালো লেগে যাওয়া। দ্বিতীয় কারণ ছিল নির্মাতা প্রসূন রহমান। পর্দায় তাঁর গল্প উপস্থাপনের ভঙ্গি অনেকের চেয়ে আলাদা। যেজন্য তাঁর ‘সুতপার ঠিকানা’ সিনেমাটি দারুণভাবে মনে আঁচড় কেটেছিল।’

তাই এমন একজন নির্মাতার কাছে ভিন্ন ধাঁচের একটি গল্পে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। ‘শেকড়’ ছাড়াও বিপ্লব হায়দারের ‘ভয়াল’ সিনেমার কাজও অনেক আগেই শেষ করেছেন আইশা। এটি সেন্সরও হয়েছে। এখন শুধু মুক্তি ঘোষণা দেওয়া বাকি। সোহেল আরমানের ‘সংবাদ’ সিনেমা নির্মাণ স্থগিত হয়ে আছে। কবে আবার কাজ শুরু হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না এই অভিনেত্রী। 

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করছেন আইশা। ইদানীং উপস্থাপনায় তাঁকে পাওয়া যায় না। এ প্রসঙ্গে আইশা বলেন, ‘আমি কখনোই পর্দার নিয়মিত মুখ হতে চাইনি। এ জন্যই উপস্থাপনাটা নিয়মিত করছি না। তবে মাঝেমধ্যে উপস্থাপক আইশার দেখা পাবেন এটুকু আশ্বাস দিতে পারি।’

আরও পড়ুন

×