ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কারিনা পরচর্চায় ওস্তাদ, রণবীরকে নিয়েও যা বললেন অজয়

কারিনা পরচর্চায় ওস্তাদ, রণবীরকে নিয়েও যা বললেন অজয়

কারিনা কাপুর, রণবীর সিং ও অজয় দেবগন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪ | ১৪:১১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ | ১৪:১৬

সিনেমার সেটে নাকি দিনভর বাঁচালের মত কথা বলতে থাকেন রণবীর সিং। আর কারিনা কাপুর নাকি পরচর্চার ওস্তাদ। সিনেমার প্রচারে গিয়ে শুটিং সেটের নানা মজার কথা শেয়ার করেন অজয় দেবগন। সঙ্গে ছিলেন নির্মাতা রোহিত শেঠি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমা। এই সিনেমায় সালমান খান, অজয় দেবগন, রণবীর সিং, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন।

সিনেমার প্রচারে গিয়ে মজার ছলে অজয় দেবগন বলেন, ‘রণবীর সারা দিন সেটে বাজে বকতো। আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো বিষয়। আর সেটেই সেই পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’

অজয়ের কথায় সায় দিয়ে পরিচালক রোহিত বলেন, ‘সেটে কলাকুশলী থেকে শিল্পী, সকলেই একেবারে গালা টাইম কাটিয়েছেন।’

রোহিত শেঠি বলেন, ‘এতগুলো তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়! কারণ, সকলেই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি যে, ‘ওহ আমি তো স্টার!’

আরও পড়ুন

×