ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘অনিল কাকা’ এবার বার্মিংহামে

‘অনিল কাকা’ এবার বার্মিংহামে

রিজোয়ান রাজন

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ১৩:৫০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ | ১৩:৫১

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘বাংলা উইক ২০২৪’। বার্মিংহাম হিপোড্রোমে বসবে এই আয়োজন। আজ থেকে শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী দিনে বিশেষ আকর্ষণ হিসেবে মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের মূকাভিনয় ‘অনিল কাকা’ মঞ্চস্থ হবে। বিষয়টি অভিনেতা নিজেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

রাজন জানান, অনিল কাকা মূকাভিনয়ে সাম্প্রদায়িক সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে। আজকের বিশ্ব রাজনীতির দিকে তাকালে দেখা যায়, দেশে দেশে রাজনৈতিক কিংবা ভূরাজনীতির বলি হয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ জন্মভূমি ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছে। আর যদি সংখ্যালঘু হয় তবে তো বাস্তবতা আরও নির্মম। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী, ফিলিস্তিন, ইউক্রেন, লেবানন, সিরিয়ার সাধারণ মানুষ আজ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। তাদেরই একজন বাংলাদেশের অনিল কাকা। অনিল কাকারা রাজনীতির বলির পাঁঠা হয় বারবার। এভাবে আর কতকাল অনিল কাকারা নিঃশেষ হবে...? 

এদিন মূকাভিনয় ছাড়াও কত্থক নৃত্য, নাটক ও আধুনিক গান পরিবেশনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

×