টালিউডের ‘চালচিত্র’, অপূর্বকে ছাড়া যে কাজ অসম্ভব

‘চালচিত্র’ সিনেমার পোস্টারে অপূর্ব। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৬:০৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১৬:১২
খোঁচা দাড়ি, ধূসর বর্ণের চোখ, ডান চোখের উপর থেঁতলানো, মুখ রহস্যময় হাসি- এমন লুকে ধরা দিলেন বাংলাদেশের নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
টালিউডে ‘চালচিত্র’ নামে একটি সিনেমা করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা সেই সিনেমার লুক পোস্টার প্রকাশ্যে এসেছে।
রবিবার (২৪ নভেম্বর) সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের পেইজ থেকে অপূর্ব লুক পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’ অবশ্য পোস্টারটি শেয়ার করেছেন অপূর্ব নিজেও।
‘চালচিত্র’ পরিচালনা করেছেন প্রীতম ডি গুপ্ত। এতে টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণসহ আরও অনেকে। আসন্ন বড়দিন উপলক্ষ্যে অর্থাৎ ২০ ডিসেম্বর সেখানে ‘চালচিত্র’ মুক্তি পাবে।
ক’দিন আগে অপূর্ব বলেছিলেন, ‘চালচিত্র’ করতে রাজি হয়েছিলেন গল্পে মুগ্ধ হয়েছে। তার ভাষ্য, ভিন্ন ধাঁচের এই গল্পটা এত চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।
- বিষয় :
- জিয়াউল ফারুক অপূর্ব
- টালিউড
- নাটক
- সিনেমা