‘লাভ বাংলাদেশ’ কনসার্ট
বিজয় দিবসে লন্ডন মাতাবে ‘চিরকুট’

চিরকুট ব্যান্ডের সদস্যরা। ছবি: ছবি: ব্যান্ডের সৌজন্যে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৬:০৯
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড চিরকুট এর সলো কনসার্ট ‘লাভ বাংলাদেশ’। ‘আহারে জীবন’, ‘যাদুর শহর’, ‘খাজনা’, ‘কানামাছি’, ‘দুনিয়া’সহ চিরকুটের জনপ্রিয়সব গান সরাসরি শুনবে লন্ডনের বাংলাদেশীরা।
যুক্তরাজ্য থেকে তথ্যটি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য থেকে নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক নেক্সটস্টেইজ ইভেন্টস-এর কর্ণধার আবদুল্লাহ মাহমুদ।
তিনি জানান, নেক্সট স্টেজ ইভেন্টের আয়োজনে লন্ডনের রমফোর্ড এর মে ফেয়ার ভ্যানুতে বিজয় দিবসের বিকেল সাড়ে চারটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে কনসার্ট। প্রবাসী বাংলাদেশিসহ সকলের জন্য উন্মুক্ত এ কনসার্টে থাকছে না কোন টিকেট। তবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
কনসার্টে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশান করবে চিরকুট।
চিরকুট ব্যান্ডের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‘বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দিতে বিভিন্ন সময় আমরা ইন্টারন্যাশনাল কোলাবোরেশান করেছি। এবারও তাই হবে, বিভিন্ন দেশের আর্টিস্টরা পারফর্ম করবেন আমাদের সাথে। চেনা চিরকুটই থাকছে নতুন আঙ্গিকে।’
এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট মাঠে পারফর্ম করে চিরকুট। দ্বিতীয়বারের মতো আমন্ত্রণে মহান বিজয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান করাকে ব্যান্ড হিসেবে গৌরবময় প্রাপ্তি হিসেবে মনে ব্যান্ডের আরেক সদস্য পাভেল আরিন।
চিরকুট জানায়, কনসার্ট শেষেই দেশে ফিরে আসছে ২১ ডিসেম্বর জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্টে আর্মি স্টেডিয়ামে গাইবে চিরকুট।