প্রথম সবকিছু তুলনাহীন: অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ১২:২৯
বেশ বিরতির পর সিনেমায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত শুক্রবার বড়দিন উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘চালচিত্র’। এ সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হয়েছে এ তারকা অভিনেতার। এতে তাঁকে দেখা গেছে এক রহস্যময় চরিত্রে। ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে না পারলেও ট্রেলার, পোস্টার, হল লিস্ট সবই নিজের ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে চলেছেন অভিনেতা।
‘চালচিত্র’ নিয়ে দর্শক প্রতিক্রিয়া
কলকাতা যেতে না পারলেও দেশে বসেই দর্শক প্রতিক্রিয়া পাচ্ছেন অপূর্ব। সিনেমাটি কেমন চলছে তার খোঁজখবর নিচ্ছেন তিনি। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ অভিনেতা বলেন, ‘প্রথম সবকিছু তুলনাহীন। কলকাতার দর্শকের ভালোবাসায় আমি অভিভূত। হলে হলে তাদের ঢল নেমেছে। সেখানকার দর্শকরা যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। সিনেমাটি দেখে কলকাতা থেকে অনেকেই আমাকে ভালোলাগার কথা জানিয়েছেন। শুধু সাধারণ দর্শক নয়, নির্মাতা সৃজিত মুখার্জীসহ অনেক গুণী মানুষ সিনেমাটির প্রশংসা করেছেন।’
মন খারাপের ডায়েরি
সিনেমা মুক্তি উপলক্ষে কলকাতায় যাওয়ার কথা ছিল অপূর্বর। এই খুশি উপলক্ষ্যে দূরে বসেই উদযাপন করেছেন তিনি। জানা গেছে, শুটিংয়ে ব্যস্ত থাকায় তিনি কলকাতায় যেতে পারেননি। তবে এ নিয়ে নানা কথাও প্রচার হয়েছে বিভিন্ন মিডিয়ায়। দেশে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচারে মেতেছে ভারতের কিছু গণমাধ্যম। সেখানকার এক শীর্ষ গণমাধ্যমের অনলাইন সংস্করণের মিথ্যাচারের শিকার হয়েছেন অপূর্ব। এক প্রতিবেদনে বলা হয়, প্রায়ই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে ভিসা পাওয়া সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারেননি অপূর্ব। এ খবরে অপূর্ব বিস্মিত, এমনকি বিব্রতও। কিছুটা মনও খারাপ হয়েছে তাঁর। অপূর্বর কথায়, ‘‘বেশ আগে থেকে শুটিং শিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও ‘চালচিত্র’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এখনও শুটিং সেট থেকেই কথা বলছি। এ প্রসঙ্গে তারা আমার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেনি। তাদের নিউজেও আমার বক্তব্য নেই। তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে তা সত্য নয়। আমার না যাওয়ার কারণ হিসেবে ভারতীয় মিডিয়ায় যেটি উল্লেখ করা হয়েছে, তা ভিত্তিহীন।’’
চালচিত্র প্রসঙ্গে...
পূজার আগে কলকাতা শহরে একের পর এক খুনের ঘটনা ঘটতে থাকে। সেই খুনের তদন্তে নামে পুলিশ বাহিনী। ‘চালচিত্র’ নামের এ সিনেমায় প্রতিম ডি গুপ্ত যেন বাংলার কপ ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন; যেখানে পুলিশের চরিত্রগুলোতে তিনি ঢালিউড, টলিউডের পাশাপাশি বলিউডকেও মিলিয়ে দিয়েছেন! এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। বক্স অফিসে ‘চালচিত্র’ সিনেমার মুখোমুখি হয়েছে সুজিত সরকার রিনোর ‘খাদান’, রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ এবং মানসী সিনহার ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।
ট্রেইলার ও কণ্ঠের জাদু
ভরাট কণ্ঠের অধিকারী অপূর্বর কথার জাদুতে মুগ্ধ অনেকেই। ভালো গানও করেন তিনি। আবারও কথার জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন এ অভিনেতা। ক’দিন আগে অপূর্বর ‘চালচিত্র’ সিনেমার ট্রেইলার এসেছিল। ভিডিওতে প্রথমে তাঁর চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন অন্য কেউ। পরে অপূর্বর কণ্ঠ যুক্ত করে ফের প্রকাশ করা হয় নতুন ট্রেইলার। তাই ফেসবুকে ট্রেইলারটি শেয়ার দিয়ে অপূর্ব লিখেছেন, যারা আমার কণ্ঠ মিস করেছেন তাদের জন্য। ট্রেইলারে দেখা গেছে, কলকাতা শহরে একের পর এক নারী খুনের ঘটনা ঘটে। সেই খুনের তদন্তে নেমে নাজেহাল হয়ে যান চার পুলিশ কর্মকর্তা। শেষে রহস্যময় কণ্ঠে পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে অপূর্বকে বলতে শোনা যায়, ‘আপনার হাতে ঘণ্টা চারেক সময় আছে খুনিকে ধরার জন্য।’
- বিষয় :
- জিয়াউল ফারুক অপূর্ব
- ঢালিউড
- টালিউড