ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নে মডেলদের উদ্যোগ

নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নে মডেলদের উদ্যোগ

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫ | ১৬:০৫

ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের সবাই পরিচিত মুখ। নামে না চিনেলেও কোনো না কোনো বিলবোর্ডে, টিভিসি-ওভিসি কিংবা কোনো পোশাকের মডেল শুটে দেখেছেন। হ্যাঁ, তারা সবাই মডেল। কেউ কেউ আবার নাটক সিনেমায় অভিনয়ও করছেন। 

নিজ নিজ পেশায় সবাই ব্যস্ত। তারপরও রমজান উপলক্ষে একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ হলো তাদের। মূলত নিজেদের মধ্যে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাতেই হুট করে একসঙ্গে ইফতার আয়োজন করেন তারা। 

রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে এই আয়োজনে মিলিন হোন তারা। 

বিষয়টি নিয়ে মডেল অভিনেতা রেহান বলেন, প্রতি বছরই আমরা সব মডেলরা মিলে একসঙ্গে ইফতার করি। এতে করে কাজের বাইরেও নিজেদের মধ্যে সম্পর্ক অটুট থাকে। নিজেদের মধ্যে একতা অটুট থাকে। একে অপরে আরও ভালো করে জানাশুনা হয় এবং নিজেদের মধ্যে শ্রদ্ধাবোধ বাড়ে। 
 

আরও পড়ুন

×