ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তিন কন্যাকে নিয়ে ডলি সায়ন্তনীর গান

তিন কন্যাকে নিয়ে ডলি সায়ন্তনীর গান

ডলি সায়ন্তনী ও তাঁর তিন কন্যা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫ | ১৭:৩৭

আবার ডলি সায়ন্তনীর গানে দেখা মিলল তাঁর তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজার। মা ও মেয়ে এই চার শিল্পীর সদ্য প্রকাশিত গানটির শিরোনাম ‘পারি না ভুলতে তোকে’ এসকে দ্বীপের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

ফাইজান খানের পরিকল্পনায় মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। 

এ আয়োজন নিয়ে ডলি সায়ন্তনী বলেন, ‘সংগীত বলয়ের মাঝেই আমার তিন মেয়ের বেড়ে ওঠা। গানের চর্চাও ধরে রেখেছে ওরা। তারপরও কখনও ভাবেননি, আমার কোনো গানে ওদের সহশিল্পী হিসেবে পাব। মূলত আমার স্বামী ফাইজান খান পরামর্শ দিয়েছিল মেয়েদের সঙ্গে গান গাওয়ার। বলেছিল, আমরা একসঙ্গে গাইলে দারুণ কিছু হবে। তার পরিকল্পনা মূলত একসঙ্গে গান গাওয়া শুরু। গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলে মনে করি।’

এদিকে ‘পারি না ভুলতে তোকে’র আগেই ডলি ও তাঁর তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজা দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন আরেকটি গানে একসঙ্গে অংশ নিয়ে। গানের শিরোনাম ‘কত রাত’।

এবার ঈদে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। এর কথা লিখেছেন নূরুল ইসলাম। সুর করেছেন আশিকউজ্জামান টুলু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

বৃহস্পতিবার রাতে ডলি সায়ন্তনীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

×