ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নাজনীন নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’

নাজনীন নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’

নাজনীন নিহা। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ২১:৫৯

ঈদ আয়োজনে এবার বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা। ‘মিথ্যে প্রেমের গল্প’ নাটকে তাঁকে দেখা যাবে ব্যতিক্রমী এক চরিত্রে। সম্প্রতি নাটকটির দৃশধারণ শেষ করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এতে নেহার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ঈদ আয়োজনে নাটকটি দেখা যাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে। নাটকের গল্পে জোভান নেহাকে পছন্দ করে। নেহা তা অস্বীকার করে। এক ঘটনায় জেল খাটে জোভান। এভাবে এগিয়ে যায় গল্প। 

নাটকে অভিনয় প্রসঙ্গে নেহা বলেন, অসাধারণ গল্পের নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। এ নাটকে দর্শক জোভান ভাইয়ের সঙ্গে আমার নতুন প্রেমের রসায়ন দেখতে পাবেন। কাজটি নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। আমি চাই দর্শক নাটকটি পর্দায় দেখুক। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে। নাটকটি নিয়ে আশাবাদের কথা শোনান জোভানও। এদিকে একই নির্মাতার ‘মায়াবতী’ নাটকে দেখা যাবে নিহাকে। এতেও তাঁর সহশিল্পী জোভান। এটি প্রকাশ হবে ১০ জুন এসবিই ইউটিউব চ্যানেলে। 

গত ঈদেও নিহা অভিনীত ‘মন দিওয়ানা’ ছিল ইউটিউব ট্রেন্ডিংয়ে। হাসিব হোসাইন রাখির পরিচালনায় এতে তিনি জুটি বেঁধেছিলেন তৌসিফ মাহবুবের সঙ্গে। এবার এ জুটিকে নিয়েই একই নির্মাতা নির্মাণ করলেন ‘মন মঞ্জিল’ নামে আরও একটি নাটক। শুটিং হয়েছে রাজশাহীতে। 

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘আমার অভিনীত প্রত্যেকটি নাটক আমার কাছে ভালোবাসার। কিন্তু এরপরও কিছু নাটক থাকে যা একটু বেশিই পছন্দের হয়। এটিও তেমন একটি। গত ঈদের মন দিওয়ানা যারা পছন্দ করেছেন, তাদের জন্যই মন মঞ্জিল। এটির শুটিং করতে গিয়ে আনন্দের সঙ্গে অনেক কষ্টের অভিজ্ঞতাও রয়েছে। সব কষ্ট দূর হবে যদি নাটকটি দর্শক পছন্দ করেন।’ 
এছাড়া এবারের ঈদে নিজের অভিনীত একাধিক নাটক প্রচার হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এরমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।   

আরও পড়ুন

×