ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আরমান মনসুরকে নিয়ে সিনেমা চান ন্যান্সি, রাফী বললেন ‘ওকে’

আরমান মনসুরকে নিয়ে সিনেমা চান ন্যান্সি, রাফী বললেন ‘ওকে’

সিয়াম আহমেদ ও নাজনুম মুনিরা ন্যান্সি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ১৫:৫০ | আপডেট: ১৭ জুন ২০২৫ | ১৬:১৮

ঈদে সবচেয়ে বড় ছবি সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। শাকিব ছাড়াও যে চরিত্র দর্শককে তুমুল আকৃষ্ট করেছে, সেগুলোর মধ্যে অন্যতম ক্যামিও চরিত্রে অভিনয় করা আফরান নিশো এবং সিয়াম আহমেদ। এতে সাদা এক চোখা ভয়ংকর লুকে ধরা দিয়েছেন সিয়াম। আরমান মনসুরের চরিত্রে চেনা সিয়ামকে অচেনা রূপে পর্দায় হাজির করেছেন নির্মাতা রায়হান রাফী।

কেউ বলছেন, ‘ছবিতে শাকিব খান ছিলেন দুর্দান্ত, তবে সিয়াম জোস!’ কেউ আবার বলছেন, ‘এই সিনেমায় শাকিব খান যদি বেস্ট হন, তাহলে ম্যান অব দ্য ম্যাচ সিয়াম।’

অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে শুরু শোবিজ তারকরা। আরমান মনসুরকে নিয়ে সিনেমা নির্মাণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেন। ওই পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই।’

জনপ্রিয় কণ্ঠশিল্পীর পোস্টের মন্তব্যের ঘরে নির্মাতা রাফীও সহমত প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে রাফী লিখেছেন, ‘ওকে, নাজমুন মুনিরা ন্যান্সি আপু।’

ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ।

আরও পড়ুন

×