বিবাহবার্ষিকীতে অর্ষা বললেন, আমাদের প্রেম জ্ঞানের মতো গভীর হোক

নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৯:২২
অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে প্রেমের সম্পর্কের পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। আজ এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্বামীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন অর্ষা।
স্বামীর সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করেন অর্ষা। এ ছবির ক্যাপশনে অর্ষা লেখেন, “প্রিয় স্বামী, আমরা একসাথে আরো অনেক সুন্দর বছর কাটাতে পারি। আমাদের ভালোবাসা পাহাড়ের মতো উঁচু এবং জ্ঞানের মতো গভীর হোক। শুভ বিবাহবার্ষিকী।”
অর্ষার এই পোস্টের কমেন্টবক্স তার সহকর্মী শিল্পীদের ভালোবাসায় ভরে গেছে। শুভেচ্ছা জানিয়েছেন, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তানিয়া বৃষ্টি, আইরিন সুলতানা, অভিনেতা রাশেদ মামুন অপু, শ্যামল মাওলা প্রমুখ।
২০২৩ সালের ১৪ জানুয়ারি বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আনেন অর্ষা। একইদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবিও শেয়ার করেন তারা।
মোস্তাফিজুর নূর ইমরান ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। এরপর ‘আলফা’, ‘গাড়িওয়ালা’, ও ‘সাহস’-এ অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করেন। ‘মহানগর’ ও ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশেষভাবে নজর কাড়েন এই অভিনেতা। এ বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, ‘ফেউ’ ও ‘গুলমোহর’।
অন্যদিকে ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। এরপর এক যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। অর্ষা অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— ওয়েব সিরিজ ‘নেটওয়ার্কের বাইরে’। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘১৯৭১: সেইসব দিন’।
- বিষয় :
- নাজিয়া হক অর্ষা
- মোস্তাফিজুর নূর ইমরান