ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডেমি মুর-এমিলি ব্লান্টের সঙ্গে যুক্ত হলো দীপিকার নাম

ডেমি মুর-এমিলি ব্লান্টের সঙ্গে যুক্ত হলো দীপিকার নাম

দীপিকা পাড়ুকোন। ছবি: টুইটার

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ২১:১১ | আপডেট: ০৩ জুলাই ২০২৫ | ২১:১৬

অনবদ্য অভিনয় দিয়ে দর্শকহৃদয় জয় করেছেন অনেক আগেই। সেই সুবাদে বলিউড থেকে হলিউডে অভিনয়ের সুযোগ হয়েছে দীপিকা পাড়ুকোনের। এবার এই অভিনেত্রীর সাফল্যের মুকুটে যুক্ত হলেও আরেকটি পালক। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে হলিউডে পেলেন বিশেষ সম্মান।

হলিউডের বিশ্ববিখ্যাত ‘ওয়াক অফ ফেম’-এ যুক্ত হলো এই বলিউড তারকার নাম, যার মধ্য দিয়ে ডেমি মুর, এমিলি ব্লান্ট, র‌্যাচেল ম্যাক অ্যাডামস, স্ট্যানলি তুচ্চি, টিমোথি চালামেটের মতো বিশ্বখ্যাত হলিউড তারকার সঙ্গে একই আসনে জায়গা করে নিয়ে ইতিহাস রচনা করা হয়ে গেল দীপিকার।

আজকাল, সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস-এর ওভেশন হলিউড-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় ২০২৬ সালের ‘ওয়াক অফ ফেম’-এর তালিকা। দীপিকার নাম ঘোষণা হয় ‘মোশন পিকচার্স’ বিভাগে, আর সঙ্গেই উঠে আসে একাধিক আন্তর্জাতিক নাম– এমিলি ব্লান্ট, রামি মালেক, র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, স্ট্যানলি তুচ্চি, টিমোথি শ্যালামে, ডেমি মুর-এর মতো জনপ্রিয় হলিউড তারকারা। এই সম্মান পাওয়ার পর পর দীপিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “কৃতজ্ঞতা”।

অভিনেত্রীর লেখা সেই এক শব্দেই যেন ধরা দিয়েছে তাঁর আনন্দ, বিস্ময় আর দায়িত্ববোধ আর ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করার আত্মবিশ্বাস।

বিশ্বজুড়ে অনেক বিখ্যাত নামের মধ্যে, দীপিকা পাড়ুকোন একটি, যিনি বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন। যদিও বিশ্বের সব বড় তারকা এবং ব্যক্তিত্বদের হল অফ ফেমে স্থান দেওয়া হয়ে থাকে, তবে তাদের মধ্যে দীপিকা একমাত্র ভারতীয় অভিনেত্রী, যিনি এই সম্মাননায় ভূষিত হয়েছেন। দীপিকা ধারাবাহিকভাবে বিভিন্ন ক্ষেত্রে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

এর আগে, ২০১৮ সালে টাইম ম্যাগাজিন তাঁকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে মনোনীত করেছিল এবং তিনি টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করে ইতিহাস লিখেছিলেন বলিউডের লাস্যময়ী এই অভিনেত্রী।

২০১৭ সালে মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘এক্সএক্সএক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’-এ অভিনয় করে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমাপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। একই সঙ্গে বলিউডে সিনেমায় অভিনয় করে ধরে রেখেছিলেন শীর্ষস্থান। সম্প্রতি মা হওয়ার কারণে অভিনয়ে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তবে শিগগিরই পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ১৯৬০ সালে প্রথম ভারতীয় হিসেবে হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এর সম্মাননা পেয়েছিলেন সাবু দস্তগীর, যিনি ‘এলিফ্যান্ট বয়’ সিনেমার মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। ৬৫ বছর পর হলিউডের এই সম্মাননা পেলেন দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন

×