হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালের সিসিইউতে মিলন

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০ | ০২:৩৯
জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) রাখা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত ভোররাতে মিলনের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ অভিনেতার ভাই আতাউর রহমান সুমন।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দিলে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা তার হার্টের সমস্যা সন্দেহ করে ইসিজি টেস্ট করান। সেখানে হার্টের সমস্যাই ধরা পড়ে। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
ছোট ও বড় পর্দার পরিচিত মুখ আনিসুর রহমান মিলনের অভিনয় ক্যারিয়ার শুরু হয় থিয়েটার দিয়ে। সালাহউদ্দিন লাভলুর ‘রঙের মানুষ’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন তিনি। অসংখ্য নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি।
- বিষয় :
- আনিসুর রহমান মিলন
- হাসপাতালে