ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম, তামিল অভিনেতাকে কুপিয়ে হত্যা

বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম, তামিল অভিনেতাকে কুপিয়ে হত্যা

সিলভারাথিনাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ | ০৫:৫৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ | ০৭:৫১

বন্ধুর স্ত্রীর সঙ্গে প্রেম করার জেরে ভারতের তামিল টেলিভিশনের এক অভিনেতাকে খুনের অভিযোগ পাওয়া গেছে। তামিল টেলিভিশনের জনপ্রিয় ওই অভিনেতার নাম সিলভারাথিনাম!

সিলভারাথিনামকে যেখানে খুন করা হয়েছে, সেখানকার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিস। ওই সিসিটিভি ফুটেজ থেকে বিজয় কুমার নামে এক ব্যক্তির পরিচয় বের করা হয়। 

পুলিশের প্রাথমিক অনুমান, বিজয় কুমারের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই তামিল অভিনেতা। এর জেরেই পরিকল্পনা করে সিলভারাথিনামকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। যদিও ঘটনার সময় বিজয় কুমারের সঙ্গে সেখানে আর কে কে হাজির ছিলেন, সে বিষয়েও এখনও পর্যন্ত আর কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ।

গত  শনিবার পরিচালক বন্ধু মানির সঙ্গেই বাড়িতে অবস্থান করছিলেন বিজয় কুমার। এরপরদিন হাতে কোনো কাজ না থাকায় তিনি বাড়ি থেকে বের হননি। কিন্তু রোববার দুপুরে  তার মোবাইলে একটি ফোন এলে,  বেরিয়ে পড়েন সিলভারাথিনাম। বাড়ি থেকে বেরোনোর বেশ কয়েক ঘণ্টা পর মানিকে ফোন করে পুলিশ। তখনই সিলভারাথিনামকে খুন করা হয়েছে বলে জানানো হয়।

এ ঘটনার তদন্ত শুরু করেছে চেন্নাইয়ের এমজিআর নগর থানার পুলিশ। পরকীয়ার জেরেই সিলভারাথিনামকে খুন করা হয়েছে, না  এর পেছনে আর কোনো কারণ রয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে ।

শ্রীলঙ্কা থেকে ভারতে এসে অভিনয় শুরু করেন  সিলভারাথিনাম। তামিল টেলিভিশনের পর্দায় বেশির ভাগ সময়ই ভিলেন হিসেবে দেখা যেত তাকে।  গত ১০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত সিলভারাথিনাম নামের ওই ব্যক্তি। সূত্র: জিনিউজ।

আরও পড়ুন

×