ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সৃজিতের বাড়ির আড্ডার ছবি মিথিলার টুইটারে

সৃজিতের বাড়ির আড্ডার ছবি মিথিলার টুইটারে

মিথিলার টুইটার থেকে নেওয়া ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০ | ০৩:১২

কারণে কিংবা অকারণে, আড্ডা যেকোনও সময়ই জমে উঠতে পারে। আর সেই আড্ডার সঙ্গে যদি থাকে গানবাজনা, তাহলেতো কথায় নেই। তখন সেই আড্ডা আরও অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। ঠিক তেমনই একটা জমজমাট আড্ডা বসেছিল টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাড়িতে। 

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের বাড়ির আড্ডার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। 

হারমোনিকা বাজাচ্ছেন  সৃজিত -মিথিলার টুইটার থেকে নেওয়া ছবি

জিনিউজ জানিয়েছে, সম্প্রতি সৃজিতের বাড়িতে গিয়েছিলেন অভিনেতা ঋদ্ধি সেন, গায়িকা ও অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী অনুসূয়া বিশ্বনাথনসহ আরও বেশকয়েকজন। সেখানে জমজমাট আড্ডায় মেতে ওঠেন তারা। সেই আড্ডাতেই  ঋদ্ধি-সুরঙ্গনার গানের সঙ্গে হারমোনিকা বাজিয়ে সবাইকে মুগ্ধ করেছেন সৃজিত।

আর সেই আড্ডার ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করে মিথিলা লিখেছেন, ''ছোট্ট বন্ধুদের সঙ্গে।'' 

আরও পড়ুন

×