সেই সমালোচনা আমাকে সাহসী করেছে: নাবিলা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০ | ০১:৫৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ | ০২:০১
নাবিলা ইসলাম। মডেল ও অভিনেত্রী। বিটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'পিছুটান'। এ ছাড়া অন্যান্য চ্যানেল ও অনলাইনের একাধিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
একের পর এক ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করছেন। প্রতিদিন নতুন নতুন গল্প আর আলাদা চরিত্রের সঙ্গে মানিয়ে নিচ্ছেন কীভাবে?
চিত্রনাট্য পড়ার পর নিজের চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। যাদের কাছে থেকে দেখার সুযোগ হয়নি, তেমন কোনো চরিত্র পেলে নাটক-সিনেমা দেখে, বই পড়ে তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। এরপর পরিচালক যেভাবে চান, তার নির্দেশনা মেনে কাজ করি। শুরু থেকে এখনও পরিচালকনির্ভর অভিনেত্রী আমি। তবে পরিচালক যদি স্বাধীনতা দেন, তাহলে নিজের মতো করে অভিনয় করে যাওয়ার চেষ্টা করি। এ জন্য ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে এখনও কোনো সমস্যা হয়নি।
নিজেকে পরিচালকনির্ভর শিল্পী বলছেন। কিন্তু সেই পরিচালক যখন সহশিল্পী, তখন বিষয়টা কীভাবে নিয়েছেন?
নির্মাতাকে সহশিল্পী হিসেবে পাওয়ায় কাজ করা আমার জন্য আরও সহজ হয়ে উঠেছে। জাহিদ ভাইয়ের [জাহিদ হাসান] সঙ্গে আগে যখন বিভিন্ন নাটকে অভিনয় করেছি, তখনও যেমন অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি, এখনও সুযোগ পাচ্ছি তার পরিচালনায় 'পিছুটান'-এ অভিনয় করে। এর আগে মিলন দার [মিলন ভট্ট] সঙ্গেও একই রকম কাজের অভিজ্ঞতা হয়েছে।
কখনও হাসির, কখনও ভালোবাসার টানাপোড়েন, নয়তো সামাজিক নানা সংকটের গল্পে আপনাকে দেখা গেছে। সেসব গল্পে আপনার অভিনয় নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন ছিল?
অনেক নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা পেয়েছি। আবার অভিনীত কিছু চরিত্র নিয়ে দর্শক মন্তব্য মন খারাপ করে দিয়েছে। কিন্তু আমি হতাশ হইনি। বরং দর্শকদের সেই সমালোচনা আমাকে সাহসী করেছে, ভুল-ত্রুটি শুধরে নিয়ে নতুন উদ্যমে কাজ করে যাওয়ার।
মডেল নাকি অভিনেত্রী- কোন পরিচয়কে গুরুত্ব দেন?
মডেল হিসেবে কাজ করে আনন্দ পেলেও নিজেকে অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চেয়েছি সব সময়। অভিনয়ের বাইরে অন্য কিছু করার কথা ভাবতেও পারি না। তা ছাড়া বিজ্ঞাপনের কাজকে আমি শর্ট ফর্মের অভিনয় হিসেবেই দেখি। তাই নাটক, চলচ্চিত্রসহ যে মাধ্যমই হোক, আমি শুধু অভিনয় করে যেতে চাই।
এ মুহূর্তে কী কাজ নিয়ে ব্যস্ত আছেন?
'বাকের খনি', 'পিছুটান'সহ চলতি ধারাবাহিক নাটকগুলোর বাইরে আরও বেশকিছু নাটকে অভিনয় করছি। এর কোনোটা টিভির জন্য এবং কিছু নাটক অনলাইনে প্রচারের জন্য তৈরি করা হচ্ছে।
- বিষয় :
- বিনোদন
- নাবিলা ইসলাম
- নাটক