ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যে তারকারা যমজ সন্তানের বাবা-মা

যে তারকারা যমজ সন্তানের বাবা-মা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ২৩:৩২ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ২৩:৩৪

সন্তানের জন্ম হলে বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। আর সদ্যোজাত যদি ওয়ান প্লাস ওয়ান প্যাকেজ- আসে? তাহলে বাঁধ ভাঙা খুশিতে ভরে ওঠে পরিবার। বলিউডের জনপ্রিয় বেশ কয়েকজন তারকারও যমজ সন্তান রয়েছে।

জেনে নিন বলিউডের কোন কোন তারকা যমজ সন্তানের বাবা-মা

সঞ্জয় দত্ত এবং মান্যতা দত্ত: বলিউডের প্রিয় বাবার কাছে ২০১০ সালের ২১ অক্টোবর ছিল জীবনের সবচেয়ে দামি দিন। সে দিনই স্ত্রী মান্যতা সাহরান এবং ইকরা নামে দুই শিশুর জন্ম দেন।

সেলিনা জেটলি এবং পিটার হ্যাগ: অস্ট্রেলিয়ার ব্যবসায়ী পিটার হ্যাগকে ২০১১ সালে বিয়ে করেন সেলিনা। সেটাও ছিল তার কাছে একটা নতুন জীবন। কিন্তু এর চেয়েও তার জন্য আরও অনেক খুশি অপেক্ষা করে ছিল। ২০১২ সালে ২৪ মার্চ উইন্সটন এবং বিরাজ নামে যমজ শিশু হয় তাদের।

শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা: শত্রুঘ্ন এবং পুনম যা চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি পেয়েছেন, সে জন্য নিজেদের খুব লাকি মনে করেন তারা। সোনাক্ষী সিনহা ছাড়াও তাদের আরও দুই সন্তান রয়েছে। যমজ। লব সিনহা এবং কুশ সিনহা।

হিতেন তেজওয়ানি এবং গৌরী প্রধান: টিভি শো কুটুম্ব- প্রথম দুজনের দেখা। দুবছর ডেট করার পর ২০০৪ সালে তারা বিয়ে করেন। ২০০৯ সালে ১১ নভেম্বর যমজ সন্তানকে স্বাগত জানান তারা। একটা মেয়ে এবং একটা ছেলের জন্ম হয়।

করণবীর বেহরা এবং তেজ সিন্ধু: ২০১৬ সালে ১৯ অক্টোবর যমজ কন্যা সন্তানের জন্ম দেন তারা। চারজনের সুখী পরিবার তাদের। 

কিংশুক মহাজন এবং দিব্যা গুপ্ত: আর এক সেলেব দম্পতি যারা যমজ সন্তানের জন্ম দিয়েছেন। ২০১২ সালে নভেম্বরে দিব্যা যমজ সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছেন সসির এবং মেয়ের নাম সায়সা।

কৃষ্ণা অভিষেক এবং কাশমেরা শাহ: অভিনেতা এবং কমেডিয়ান কৃষ্ণা এবং অভিনেত্রী কাশমেরাও একসঙ্গে দুটো সন্তানের জন্ম দিয়েছেন।

সৌরভ রাজ এবং রিদ্ধিমা: সাত বছর বিবাহিত জীবন কাটানোর পর অভিনেতা সৌরভ এবং তাঁর স্ত্রী রিদ্ধিমা যমজ সন্তানের জন্ম দেন। একটি মেয়ে একটি ছেলে। এখনও তাদের নামকরণ হয়নি।

করণ জোহর: যমজ সন্তানের বাবা হওয়ার খবর মিডিয়াকে দেওয়ার পর সকলেই বিস্মিত হয়েছিলেন। সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হন কর্ণ জোহর। ছেলের নাম রাখেন যশ এবং মেয়ের নাম রাখেন রুহি।সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

×