'কৃষ-৪' এ হৃত্বিকের নায়িকা কিয়ারা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৫:১০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ | ০৫:৩৪
বলিউডের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি 'কৃষ'। এই ছবির সুবাদে ভারতে প্রথম সুপারহিরোর ভূমিকায় অভিনয় করেন হৃত্বিক রোশন। 'কৃষ' সিনেমার জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এরই মধ্যে মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির তিনটি চলচ্চিত্র।
সম্প্রতি ছবিটির আরও একটি নতুন পর্ব নির্মাণ করতে চলেছেন নির্মাতা রাকেশ রোশন। আর এতে চারটি চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশনকে। সঙ্গে থাকবেন একজন সুপারহিরোইন।
এরই মধ্যে সুপারহিরোইনের খোঁজও শুরু করেছেন পরিচালক। নারী অভিনেত্রী হিসেবে আপাতত তার পছন্দের তালিকায় রয়েছেন কিয়ারা আদভানি। তবে কিয়ারাকে সুপারহিরোইনের ভূমিকায় দেখা যাবে না। তাকে দেখা যাবে হৃত্বিকের বিপরীতে একটি রোমান্টিক চরিত্রে। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি কিয়ারা।
এদিকে গত মাসে ডিজনি হটস্টারে কিয়ারা অভিনীত 'লক্ষ্মী' মুক্তি পেয়েছে। এই ছবিতে তার সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার। ছবিতে কিয়ারার অভিনয় দারুণ প্রসংসিত হলেও 'সুপারফ্লপ' ছবিটি।
গত সপ্তাহে মুক্তি পাওয়া 'ইন্দু কি জাওয়ানি' ছবিতেও ইন্দুর ভূমিকায় ভালো অভিনয় করেছেন কিয়ার।
- বিষয় :
- কৃষ ফোর
- কিয়ারা আদভানি
- ঋত্বিক রোশান
- বলিউড