নতুন ছবিতে নিরবের নায়িকা পূজা, জানুয়ারিতে শুটিং

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০ | ০০:১৫
সম্প্রতি সৈকত নাসির পরিচালিত 'ক্যাশ' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নিরব। এ নায়কের বিপরীতে নায়িকা কে থাকবেন চূড়ান্ত হচ্ছিল না। এবার জানা গেল ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী পূজা চেরি। গত রোববার সন্ধ্যায় পূজা ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে উঠে আসা এভ্রিল এ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর আগে একাধিক নাটক, মিউজিক ভিডিও করলেও 'ক্যাশ'-ই হতে যাচ্ছে তার প্রথম ছবি।
নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, 'ক্যাশ' ছবির গল্প অসাধারণ। যেজন্য অভিনয়ে রাজি হয়েছি। এতে আমার বিপরীতে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন পূজা। আশা করি এ ছবিতে আমাদের রসায়ন জমবে বেশ।
ছবিটিতে নিজের চরিত্র নিয়ে পূজা চেরি বলেন, ‘ ছবিটির গল্পে দারুন টুইস্ট রয়েছে। টুইস্ট রয়েছে আমার চরিত্রেও। এতে আমাকে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিকিউরিটি চিফ চরিত্রে দেখা যাবে।’
নিরব, পূজা চেরি ছাড়াও ‘ক্যাশ’-এ অভিনয় করবেন সাঞ্জু জন ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের এভ্রিল। আরও আছেন এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদ।
ছবিটি নিয়ে পরিচালক সৈকত নাসির বলেন, 'ক্যাশ' পুরোপুরি মাস্টারমাইন্ড টাইপের কনটেন্ট। আগামী ৩ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে নির্দিষ্ট জোনে। তাই আগেই কোনোভাবে গল্পের ধারণা দিতে চাই না। এর গল্প ও সংলাপ লিখছেন আসাদ জামান।'