ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনায় কীভাবে চলছে শুটিং, জানালেন প্রিয়াঙ্কা

করোনায় কীভাবে চলছে শুটিং, জানালেন প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০৪:২৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ | ০৪:৪৮

লকডাউন উঠে যাওয়ার পর থেকে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। একটা কাজ শেষ হতে না হতেই শুরু করছেন আরেক কাজ। বর্তমানে এই অভিনেত্রী লন্ডনে তার পরবর্তী ছবি 'টেক্সট ফর ইউ'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তিনি ফেস শিল্ড পরিহিত অবস্থায় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে শুটিং ফ্লোরের চিত্রও বর্ণনা করেছেন।

প্রিয়াঙ্কা ২০২০ সালে সিনেমার শুটিং কিভাবে হচ্ছে তা জানিয়ে ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। কিভাবে সেটে নিরাপদ পরিবেশ তৈরি করা হয় তার বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, ২০২০ সালের সিনেমার শুটিংয়ের সেট দেখতে ঠিক এরকম- শুটিং সেটে ঢোকার আগে প্রতিদিন সবার করোনা পরীক্ষা হয়, ফেস শিল্ড পরতে হয়, হাতে মাস্ক থাকতে হয়। চুল ঠিক করা এবং মেকআপের পর সবাই নিরাপদ দূরত্বে অপেক্ষা করেন। প্রতিটা শটের পর এটা করা হয়। শুটিং সেটে নিজেকে নিরাপদ রাখাটা কাজেরই একটা অংশ। নিজেকে এবং আপনার চারপাশের সবাইকে রক্ষা করুন। ইতিবাচক মনোভাব বজায় রাখুন।

'টেক্সট ফর ইউ' ছাড়াও আগামীতে প্রিয়াঙ্কা চোপড়াকে রাজকুমার রাও ও আদর্শ গৌরভের সাথে 'দ্য হোয়াইট টাইগার' ছবিতে দেখা যাবে। ছবিটি আরাবিন্দ আদিগার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস অবলম্বনে নির্মিত হবে।রামিন বাহরানির পরিচালনায করবেন।

এছাড়াও প্রিয়াঙ্কা সেলিন ডায়ন এবং স্যাম হিউগানের সাথে 'ওয়ে ক্যান বি হিরোস' এবং 'ম্যাট্রিক্স ফোর' ছবিতে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর পাশাপাশি মা আনন্দ শীলার জীবন অবলম্বনে নির্মিত একটি ছবিতেও প্রিয়াঙ্কাকে দেখা যাবে। সূত্র : ইন্ডিয়া টুডে

আরও পড়ুন

×