ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বছরের শুরুতে নাটক নিয়ে হাজির তাহসান-মিম

বছরের শুরুতে নাটক নিয়ে হাজির তাহসান-মিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০১:১২ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০১:৫৮

আশফাক ও রিতুর মহা ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের আগেই তারা সিদ্ধান্ত নেয় পাঁচ বছরের আগে কোনো সন্তান নেবে না। পরিকল্পনা মতই চলতে থাকে তাদের সংসার জীবন। হুট করেই একদিন আশফাকের কাজিন পলাশ তার স্ত্রী সন্তানসহ তাদের বাসায় আসে। বাচ্চার দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে ওঠে আশফাক-রিতু। দোটানায় পড়ে যায় তারা। কী করবে? কিছুই বুঝে উঠতে পারে না, কিছু বলতেও পারে না তাদের।

অবশেষে ধৈর্য্যের বাধ ভাঙে রিতুর। পলাশের স্ত্রীকে একদিন মুখ ফুটে বলেই ফেলে বাচ্চাকে শাসন করার জন্য। এতে পলাশের স্ত্রী কষ্ট পায়। পরে তারা চলে যায় আশফাক-রিতুর বাসা থেকে।

অনেক দিন পর যেন স্বস্তি পায় আশফাক-রিতু। তবে তারা শিশুটিকে ভীষণ মিস করতেও শুরু করে। এই পর্যায়ে তারা নিজেদের সন্তানের অভাব অনুভব করতে থাকে। আশফাক ও রিতু ডাক্তারের কাছে গেলে জানতে পারে, তাদের কোনোদিন সন্তান হবে না। বিষণ্ণতায় ছেয়ে যায় তাদের ভুবন।

এরই মাঝে একদিন আশফাক ও রিতু টিভিতে দেখে ডাস্টবিনে এক জীবিত বাচ্চা পড়ে থাকার সংবাদ। এরপর নাটকের গল্প মোড় নেয় ভিন্ন দিকে

এমনই এক গল্প নিয়ে মোশনরক এন্টারটেইনমেন্টের তত্বাবধানে আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নির্মিত হয়েছে নাটক ‘হ্যালো বেবি’। কাজল আরেফিন অমির পরিচালনায় এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান, বিদ্যা সিনহা মিম, জিয়াউল হক পলাশ, জান্নাতুল ফেরদৌস রিতুসহ অনেকে।

নতুন বছরের প্রথম দিনে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় নাটকটি।

আরও পড়ুন

×