নাগমা বললেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৭:৩৩ | আপডেট: ০২ জানুয়ারি ২০২১ | ০৮:৩৫
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার হার্টে রিং বসানো হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সৌরভের এই অসুস্থতা হতবাক করেছে অনেককে। মমতা ব্যানার্জি, জয় শাহ, পশ্চিমবঙ্গের গর্ভনর দ্রুত মহারাজ খ্যাত সৌরভের সুস্থতা কামনা করেছেন। তার সুস্থতা কামনা করে টুইট করেছেন শচিন টেন্ডুলবার, বিরেন্দ্র শেবাগ, বিরাট কোহলি, শেখর ধাওয়ানরা।
এবার টুইট করলেন অভিনয় জগতের জনপ্রিয় মুখ নাগমা। দক্ষিণ ভারতের এই অভিনেত্রী টুইটে লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার আরোগ্য কামনা করছি। অনেক প্রার্থনা রইলো আপনার জন্য।'
অভিনেত্রী নাগমার সঙ্গে সৌরভ গাঙ্গুলির প্রেমের সম্পর্ক ছিল বলে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। সৌরভের অসুস্থতা ছুঁয়ে গেছে নাগমাকেও।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালের দিকে নাগমার সঙ্গে ক্রিকেটার সৌরভের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা সৌরভ বা নাগমা সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। গত বছর অবশ্য নীরবতা ভেঙে নাগমা বলেছিলেন, ক্যারিয়ারের কথা চিন্তা করে কিছু ব্যাপার থেকে সরে আসার দরকার পড়েছিল। এবার ভালো-খারাপ ওই সম্পর্কের উর্ধ্বে গিয়ে সৌরভের আরোগ্য কামনা করলেন অভিনেত্রী নাগমা।